দিল্লী গামী ট্রেনকে কাজে লাগিয়ে কচ্ছপ পাচারের রমরমা কারবার দক্ষিন দিনাজপুরে। বালুরঘাটে উদ্ধার ৩৫ কেজি কচ্ছপ
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৮ জুলাই —– ভাতিন্ডা- বালুরঘাট গামী ট্রেনকে কাজে লাগিয়ে কচ্ছপ পাচারের রমরমা কারবার দক্ষিন দিনাজপুরে। তিনটি ব্যাগ থেকে উদ্ধার প্রায় ৩৫ কেজি কচ্ছপ। সোমবার সকালে এই ঘটনাকে ঘিরে তুমুল হইচই পরিস্থিতি তৈরি হয় বালুরঘাট স্টেশনে। দিল্লী থেকে আসা ওই ট্রেনটিতে অভিযান চালাতেই সফলতা পায় জি আর পি। উদ্ধার হওয়া বড় মাপের ৫ টি কচ্ছপের আনুমানিক ওজন প্রায় ৩৫ কেজি বলে দাবি জি আর পির। যদিও এই ঘটনায় কাউকেই গ্রেফতার বা আটক করতে পারেনি জি আর পি। জানা যায় এদিন সকাল সাড়ে নটা নাগাদ ভাতিন্ডা থেকে বালুরঘাট গামী ওই ট্রেনটি বালুরঘাট স্টেশনে এসে পৌঁছায়। যে সময় স্টেশনে কর্তব্যরত অবস্থায় থাকা জি আর পির দায়ীত্বপ্রাপ্ত আধিকারিক চন্দন রায়ের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই ট্রেনটিতে অভিযান চালায়। যে সময় তাদের নজরে আসে ট্রেনের ভিতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা তিনটি ব্যাগ। যে ব্যাগগুলির কোন মালিকানা ছিল না বলে দাবি জি আর পির। যেগুলি খুলতেই সামনে আসে ট্রেনে কচ্ছপ পাচারের বড়সড় চক্র। উদ্ধার হয় মোট ৩৫ কেজি ওজনের ৫ টি বড় মাপের জীবিত কচ্ছপ। যেগুলিকে এদিন বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে জি আর পির তরফে।
বালুরঘাট রেলস্টেশনের জি আর পি ইনচার্জ চন্দন রায় বলেন, ভাতিন্ডা- বালুরঘাট গামী ওই ট্রেনটিতে অভিযান চালাতে গিয়েই এই সফলতা এসেছে। তিনটি ব্যাগ থেকে ৫ টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। যেগুলিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে।