দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।এদিন সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমাদের প্রার্থীপদ ঘোষনা নিয়ে কতগুলো সিস্টেম আছে।প্রার্থীপদ নিয়ে গতকাল কেন্দ্রে বৈঠক হয়েছে।আজকের মধ্যেই আশা করি প্রার্থী ঘোষনা হয়ে যাবে।দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী নিয়ে বলেন কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে।সিজেনের সময় যেমন কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায় ঠিক তেমন পাহাড় পরিষ্কার।পাহাড়ে গতবারের থেকেও বেশি মার্জিন এ জিতবো।আর লোকসভা সিট নিয়ে দুটা নাম নয় দশ বারোটা নাম ভাসা উচিত।মহুয়া মৈত্রের বাড়িতে সিবিআই হানা নিয়ে মহুয়া মৈত্র কটাক্ষ করেছেন সেই প্রসঙ্গে তিনি বলেন সিবিআই তদন্ত চালাচ্ছে।আর এখনকার দিনে বাড়ি কেউ কিছু রাখে নাকি এখন সব মোবাইলে পাওয়া যায়।মোবাইলা নিলে সেখান থেকেই সব বেরিয়ে যাবে।মেদিনীপুর নিয়ে বিজেপির প্রার্থী নিয়ে কোন্দল সেখানে এখনও প্রার্থী ঘোষনা করা হয়নি।দিলীপ ঘোষ অবশ্যই প্রার্থী হবে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার