শিলিগুড়ি:-দিন-দুপুরে শিলিগুড়ির এক মহিলার মানিব্যাগ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি সেবক মোড় এলাকায়।জানা গেছে শিলিগুড়ি জংশন স্টেশনে ট্রেন থেকে নেমে ওই মহিলা বিধান মার্কেটে আসার জন্য একটি টোটো ধরেন।এরপরই মহিলা সেবক মোড়ে এসে পৌঁছতে তিনি যখন টোটো চালকেক ভাড়া দিতে যান সেই সময় তিনি দেখেন তার কাছে টাকা ভর্তি ব্যাগটি নেই।এর পরই ওই মহিলা চেঁচামেচি করতেই স্থানীয়রা এসে টোটো তে থাকা অন্যান্য যাত্রী কাছে তল্লাশি চালাতেই টোটোতে থাকা অপর এক মহিলার কাছ থেকে উদ্ধার হয় ব্যাগটি।এরপরই স্থানীয়রা পুলিশে খবর দিলে শিলিগুড়ি থানা পুলিশ এসে ওই মহিলাকে আটক করে নিয়ে যায়।
Home বাংলা উত্তর বাংলা দিন-দুপুরে শিলিগুড়ির এক মহিলার মানিব্যাগ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি সেবক মোড়...