দিনের পর দিন বাড়ছে শিলিগুড়িতে চুরির ঘটনা শান্তিতে নেই শহরবাসী।শিলিগুড়ির মধ্য শান্তিনগর বউবাজার এলাকাতে আবারো চুরি।বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে জানালাত ভেঙে প্রায় ৫ লাখ টাকার সোনা এবং নগদ কুড়ি হাজার টাকা নিয়ে পালালো চোর।এটা নতুন নয় শিলিগুড়িতে দিনের পর দিন বাড়ছে চুরির ঘটনা কিন্তু প্রশাসনের কোন ভূমিকাই সেরকম দেখা যাচ্ছে না চোরেদের উপরে।প্রশাসন কি নজর রাখতে ব্যর্থ।এবং ঘটনার স্থল থেকে খবর দেয় আশিগড় ফাড়ির পুলিশকে ঘটনাস্থলে অসিগোর ফাঁড়ির পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছেন কিন্তু বারংবাড়ি তদন্তই করে যাচ্ছেন কিন্তু চোর গ্রেপ্তার আর হচ্ছে না।শিলিগুড়ির মধ্যে শান্তিনগর বউবাজার এলাকায় এক বাড়িতে চুরির ঘটনা ঘটে,তিনি মার্কেটিং করতে শিলিগুড়ির কোট মোড়ে বাজারে যায় এবং যখন বাড়ি ফিরে দেখে দেখে বাড়ির সমস্ত জিনিস এগুলা যেগুলা রয়েছে।এবং সেই দেখে মাথায় হাত দেখতে পায় তার সোনার জিনিস সমস্তটাই চুরি হয়ে গেছে।পাড়ার লোক জানাজানি হওয়ার পর পুরো এলাকা চাঞ্চল্য ছড়ায়।