জলপাইগুড়ি-
দিনেদুপুরে, ফিল্মি কায়দায় ছাত্রীর ব্যাগ ছিনতাই করল দুস্কৃতিরা। ঘটনায় আতংকিত ওই কলেজ ছাত্রী। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের জয়ন্তি ভিলেজ এলাকার ঘটনা। জানা গিয়েছে , বৃহস্পতিবার সকালে মুর্তি ফরেস্ট ভিলেজের কলেজ ছাত্রী অঙ্কিতা ছেত্রী এক হাতে ছাতা নিয়ে সাইকেল চালিয়ে কলেজে যাচ্ছিল।সাইকেলের সামনে বাস্কেটে রাখা ছিল তার ব্যাগ,তার মধ্যে মোবাইল, পার্স এবং কলেজের ডায়েরি ছিল। জয়ন্তী ভিলেজ এলাকায় হটাৎ পিছন দিক থেকে একটি মোটরবাইকে করে দুই ব্যক্তি এসে তার পাশে বাইকের গতি কমিয়ে দেয়। সাইকেলের সামনে বাস্কেটে রাখা ব্যাগ নিয়ে চম্পট দেয় ওই দুই বাইক আরোহী। ঘটনায় ছাত্রী।আতংকিত হয়ে পড়ে। সে দ্রুত সাইকেল চালিয়ে উত্তর ধুপঝোরা বাজারে চলে আসে এবং স্থানীয়দের ঘটনা জানায়। ঘটনা জানাজানি হতেই বাজারে আসে তার বাবা রাম কুমার ছেত্রী সহ বহু মানুষ। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ছাত্রীটি।এলাকার বাসিন্দারা বলেন,এরআগে এইভাবে দিনদুপুরে এলাকায় ছিনতাই এর ঘটনা ঘটেনি।এই ঘটনায় আমরা সকলই আতঙ্কিত।পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় বাবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে মেটেলি থানার গ্রামীন পুলিশকর্মীও ঘটনাস্থলে আসে।মেটেলি থানায় ঘটনার লিখিত অভিযোগ জানানো হবে বলে অঙ্কিতার বাবা রাম কুমার ছেত্রী জানিয়েছেন।মেটেলি থানা সূত্রে জানানো হয়েছে ,ইতিমধ্যেই তারা ঘটনা খতিয়ে দেখতে শুরু করেছে।বাইকআরোহী দুস্কৃতিদের চিনহিত করার চেস্টা চলছে।