দিনহাটা শহরে মহা মিছিল করল বিজেপি, মিছিলে পা মেলালেন বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক। রবিবার দুপুর ১টা নাগাদ দিনহাটা সংহতি ময়দান থেকে বর্ণাঢ্য এই মিছিল শুরু হয়। কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুকুমার রায়, জেলা সম্পাদক অজয় রায়, জিবেশ বিশ্বাস, যুব মোর্চার জেলা সভাপতি কুমার চন্দন নারায়ণ, সহ আরো অনেকেই। দিনহাটা সংহতি ময়দান থেকে মিছিল শুরু হয়ে চৌপতি পরিক্রমা করে সাহেবগঞ্জ রোড হয়ে স্টেশন সম্মুখ হয়ে গিতালদহ রোড হয়ে পুনরায় চৌপথি পরিক্রমা করে সংহতি ময়দানে এসে শেষ হয়। মিছিলে জন প্লাবন লক্ষ্য করা যায়।
মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক বলেন, এটা সবে শুরু আরো বেশ কিছুদিন আছে। সাধারণ মানুষ কিভাবে বিজেপির সঙ্গে আছে আমাদের আশীর্বাদ করে সেটা কিছুদিন পরেই পরিলক্ষিত করতে পারবেন। এর আগেও দিনহাটার মানুষ আমাদের আশীর্বাদ করেছে, এবারও মানুষের অকৃপণ আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে এটা নিশ্চিত।