বালুরঘাট, ১৫ জানুয়ারী —– দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকে ফের প্রকাশ্যে সরকারি গাছ চুরির অভিযোগ। বৃহস্পতিবার দুপুরে রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নপাড়া এলাকায় দিনদুপুরে বনদস্যুতার ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের তৎপরতায় তিনজন দুষ্কৃতী ধরা পড়লেও অধিকাংশই পালিয়ে যেতে সক্ষম হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় ত্রিশটি গাছের শতাধিক গুঁড়ি।
স্থানীয় সূত্রে খবর, নপাড়া এলাকায় বেশ কিছুদিন ধরেই সরকারি জমির বড় বড় ফরেস্ট গাছ কেটে পাচার চলছিল। বৃহস্পতিবার দুপুরে একদল দুষ্কৃতী একাধিক গাছ কেটে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই দৃশ্য চোখে পড়তেই গ্রামবাসীরা ছুটে এসে বাধা দেন। ধাওয়া করে তিনজনকে পাকড়াও করা হলেও বাকিরা জঙ্গলের দিকে পালিয়ে যায়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দ্রুত উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে তপন থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ কাঠ। তবে এই ঘটনায় পুলিশ কিংবা বনদপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
এলাকার বাসিন্দা সনাতন বর্মন ক্ষোভ উগরে দিয়ে বলেন, “দিনের আলোতেই সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। আমরা তিনজনকে ধরতে পেরেছি, কিন্তু বাকিরা পালিয়েছে। বহুদিন ধরেই এই চুরি চলছে, প্রশাসন কার্যত নিশ্চুপ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
নপাড়া এলাকায় বারবার বনলুটের অভিযোগ উঠলেও নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। প্রশাসন আদৌ কড়া ব্যবস্থা নেয় কি না, সেদিকেই তাকিয়ে এখন তপনের নপাড়া এলাকা।























