দাড়িভিট হাইস্কুলে পুলিশের গুলিতে মৃত দুই ছাত্রের প্রতি শ্রদ্ধা জানাতে জেলাজুড়ে আত্মবলিদান দিবস পালন করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি।

0
632

রায়গঞ্জ:—–দাড়িভিট হাইস্কুলে পুলিশের গুলিতে মৃত দুই ছাত্রের প্রতি শ্রদ্ধা জানাতে জেলাজুড়ে আত্মবলিদান দিবস পালন করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধী রোডে বিজেপির জেলা কার্যালয়ে শহীদ ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মমত্বহীন মমতার সরকারের পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করে সিবিআই তদন্তের দাবিতে অনড় থাকেন জেলা বিজেপি নেতৃত্ব।

২০১৮ সালের ২০ সেপ্টেম্বর ইসলামপুর ব্লকের দাড়িভিট হাইস্কুলে বাংলা ভাষার শিক্ষকের দাবিতে আন্দোলন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক অভিভাবিকারা। আন্দোলন রুখতে গিয়ে পুলিশের সাথে সংঘর্ষ হয় ছাত্রদের। পুলিশের গুলিতে মৃত্যু হয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছিল আরও এক ছাত্র। এই ঘটনাকে কেন্দ্র উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। সিবিআই তদন্তের দাবিতে আন্দোলনে নামে মৃত ছাত্রদের পরিবার ও বিজেপি। সেই ঘটনারই আজ দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে রায়গঞ্জে বিজেপির জেলা কার্যালয়ে এক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিজেপি নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here