দালাল-ঠিকাদারের ফাঁদ! দিল্লিতে আটকে আদিবাসী শ্রমিক, বছরভর মজুরি নেই

0
83

দালাল-ঠিকাদারের ফাঁদ! দিল্লিতে আটকে আদিবাসী শ্রমিক, বছরভর মজুরি নেই

বালুরঘাট, ১৩ জুলাই —— কাজের প্রলোভন দেখিয়ে দিল্লিতে নিয়ে গিয়ে এক আদিবাসী শ্রমিককে প্রায় এক বছর ধরে আটকে রাখার অভিযোগ উঠল দালাল ও ঠিকাদারের বিরুদ্ধে। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে একটি পয়সাও মজুরি দেয়নি অভিযুক্তরা। ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসছে হিলির ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের আদিবাসী সমাজ।

অভিযোগ, ২০২৪-র আগস্টে ধলপাড়ার ডুমিলা পাহানের স্বামীকে মাসে দশ হাজার টাকা মজুরির প্রতিশ্রুতি দিয়ে গ্রামেরই এক দালাল ও বালুরঘাটের চিঙ্গিসপুরের এক মহিলা শ্রমিক সরবরাহকারীর মাধ্যমে দিল্লির এক কারখানায় পাঠানো হয়। প্রথমে দু’মাসের কাজের কথা থাকলেও এক বছর পেরিয়ে গেলেও ফিরতে পারেননি তিনি। বরং টাকা চাইলেই শাসানি। ফোনে কথাও বলা যায় না।

ডুমিলা জানান, স্বামী বাড়ি ফেরার জন্য কাকুতি-মিনতি করলেও কাজ হয়নি। বাধ্য হয়ে ধান বিক্রি করে পেটিএমে টাকা পাঠিয়েছিলেন, কিন্তু তাতেও মুক্তি মেলেনি। উপরন্তু, দালাল ও শ্রমিক সরবরাহকারীকে বারবার অনুরোধ করায় শ্মশানে পাঠানোর হুমকিও এসেছে বলে অভিযোগ।

হিলি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ডুমিলা। থানার আইসি শীর্ষেন্দু দাস জানিয়েছেন, অভিযোগের তদন্ত শুরু হয়েছে। দ্রুত শ্রমিকের বাড়ি ফেরার ব্যবস্থাও করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here