কোচবিহার :- দালাল চক্রের বিরুদ্ধে কোচবিহার এমজেএম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে 4জনকে আটক করলো কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। এদিন দুপুরে কোতোয়ালি থানার আইসি তপন পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কোচবিহার এমজেএন মেডিকেল কলেজের বহির্বিভাগ, মাতৃ মা সহ জরুরি বিভাগের সামনেও অভিযান চালানো হয়। এই অভিযান চালিয়ে এখনো পর্যন্ত দালাল সন্দেহ চার জনকে আটক করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। উল্লেখ্য বেশ কিছুদিন থেকেই কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের রমরমা চলছে বলে অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন এই অভিযান বলে পুলিশ সূত্রে খবর।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর দালাল চক্রের বিরুদ্ধে কোচবিহার এমজেএম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে 4জনকে আটক...