শিলিগুড়ি:-
উদ্ধার হলো একটি হাতির শাবক,শিলিগুড়ির ভারত-নেপাল সীমান্ত থেকে দলছুট ঐ হাতির শাবকটিকে উদ্ধার করল বন বিভাগ।জানা গিয়েছে ভারত থেকে নেপালে যাওয়ার পথে মেচী নদী পার হবার সময় দলছুট হয়ে যায় ওই হস্তিশাবকটি।স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বন বিভাগের কর্মীরা।এলাকায় হস্তিশাবক দেখতে পাওয়ার খবর ছড়াতেই এলাকায় স্থানীয় মানুষ ভিড় জমায়।এরপর বনদপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জাল বন্দি করে ট্রাক্টরের মাধ্যমে হস্তি শাবক টিকে মেচি নদী পার করে চরে নিয়ে আসে।হস্তি শাবকটি দীর্ঘক্ষণ জলে থাকায় অসুস্থ হয়ে পড়ায় বনদপ্তর এর বাগডোগরা বিট অফিসে নিয়ে যাওয়া হয়।বন বিভাগ সূত্রে জানা গিয়েছে হাতিটিকে চিকিৎসা করার পর পুনরায় জঙ্গলে হাতির দলটিকে চিহ্নিত করে ছেড়ে দেওয়া হবে।