মাথাভাঙ্গা ১ ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি পশু চিকিৎসালয়ের জায়গা দীর্ঘদিন থেকে দখল করে বসবাস করছে । বুধবার বিষয়টি শুনে সেই দখল করে রাখা পশু হাসপাতালের জায়গা খতিয়ে দেখলেন মাথা ভাঙ্গা এক ব্লকের বিডিও সম্বল ঝা।জায়গা পরিদর্শন করে বিডিও সম্বল ঝা বলেন আমাদের কাছে খবর ছিলো পরিত্যক্ত পশু হাসপাতালের জায়গা দখল করা হয়েছে সেই খবর পেয়ে আজকে দেখলাম যে পরিবার দখল করে আছে তাদেরকে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।যদি তারা জায়গা না ছাড়েন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিষয়ে নয়ারহাট ব্যবসায়ী সমিতির সভাপতি ধীরেন্দ্র নাথ বর্মন বলেন বছর দুই তিনেক থেকে পশু হাসপাতাল টি বন্ধ রয়েছে চিকিৎসকের অভাবে।এরপর সেখানে সেই জায়গা দখল করে রয়েছে। আমরা বলেছি কিন্তু কোনো কর্ণপাত করেনি।অবৈধ ভাবে দখল করে রয়েছে।
গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন চিকিৎসকের অভাবে বন্ধ হয়ে গিয়েছিল পশু হাসপাতালটি,আজকে বিডিও এসে জায়গাটি ছেড়ে দিতে বলেছেন।

























