দক্ষিণ দিনাজপুর ড্রাইভার ইউনিয়ন পক্ষ থেকে বুনিয়াদপুর শহর জুড়ে অনুষ্ঠিত হলো বিক্ষোভ সমাবেশ।
নতুন ভারতীয় নয়া সংহিতা আইনের ১০৬ এর ১ ও ২ ধারা অনুযায়ী ড্রাইভারদের ১০ বছর জেল ও ৭ লক্ষ্য টাকা জরীমানা অবিলম্বে বাতিলের দাবিতে বিক্ষোভ বুনিয়াদপুর শহরে। বৃস্পতিবার বেলা ১১ টা নাগাদ দক্ষিণ দিনাজপুর ড্রাইভার ইউনিয়ন এর পক্ষ থেকে বুনিয়াদপুর শহর জুড়ে মিছিল বের করে কেন্দ্র সরকারের কালো আইন না মানার দাবি জানান। ৭ লক্ষ টাকা জরিমানা দেওয়ার ক্ষমতা থাকলে ড্রাইভার হওয়ার দরকার নাই বলেই জানিয়েছেন ড্রাইভাররা। এই দাবি যদি না মানা হয় তাহলে গাড়ির চাকা চলবে না বলে হুশিয়ারী ড্রাইভার ইউনিয়নের, চলতে থাকবে আন্দোলনও।
এই বিষয়ে ড্রাইভার শ্যামল মোদক ও সুদাম মিস্ত্রি জানিয়েছেন আমরা আজকে কেন্দ্র সরকারের কালো আইন বন্ধ করার দাবিতে বুনিয়াদপুর শহর জুড়ে মিছিল ও বিক্ষোভ করছে। আমাদের ক্ষমতা নেই ৭ লক্ষ টাকা জরিমানা দিতে পারার। এই আইন যদি বাতিল না করা হয় তাহলে আমরা গাড়ির চাকা বন্ধ রাখবো চালাবো না গাড়ি সঙ্গে চলতে থাকবে বিক্ষোভ সমাবেশ।