দক্ষিণ দিনাজপুর জেলা সাংবাদিকদের ৯-বার্ষিক জেলা সম্মেলন সম্পন্ন হলো

0
32

দক্ষিণ দিনাজপুর জেলা সাংবাদিকদের ৯-বার্ষিক জেলা সম্মেলন সম্পন্ন হলো ,শীতল চক্রবর্তী জেলা সম্পাদক নির্বাচিত, সহ সম্পাদক পিন্টু কুন্ডু,অমল দাস,করা হলে ১৭ জনের কমিটি।নতুন তিনজন সাংবাদিক জয়ন্ত সরকার,অমিত মহন্ত,পাপাই রায়কে বরণ করে নেওয়া হয়


শীতল চক্রবর্তী বালুরঘাট, ১৩ নভেম্বর:দক্ষিণ দিনাজপুর জেলার সাংবাদিকদের অন্যতম সংগঠন সাব-ডিভিশনাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৯ বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো বুধবার গঙ্গারামপুর শহরের এক বেসরকারি হোটেলে।
সম্মেলনের শুরুতেই সংগঠনের সর্বসম্মত সিদ্ধান্তে প্রতিষ্ঠাতা সম্পাদক শীতল চক্রবর্তীকে জেলা সম্পাদক নির্বাচিত করা হয়।সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পান বিশিষ্ট সাংবাদিক পিন্টু কুন্ডু ও অমল দাস।
সভাপতির দায়িত্বে নির্বাচিত হন চয়ন হোড়, সহ-সভাপতি নারায়ণ বসাক,কোষাধ্যক্ষ বাবাই সূত্রধর,সাংস্কৃতিক সম্পাদক জয়ন্ত আচার্য, এবং অফিস সম্পাদক অজিত ঘোষকে করা হয়েছে।মোট ১৯সদস্যের নতুন জেলা কমিটি গঠন করা হয়।এদিন তিনজন নতুন সদস্য সাংবাদিক জয়ন্ত সরকার, অমিত মহন্ত ও পাপাই রায়কে ক্লাবে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
২০১৫ সালে গঙ্গারামপুর শহরের চিত্তরঞ্জন সবজি মার্কেটের ভাড়া অফিস থেকে এই ক্লাবের যাত্রা শুরু হয়েছিল।বর্তমানে দৈনিক ও টিভি চ্যানেলের সাংবাদিকসহ কবি-সাহিত্যিক মিলিয়ে প্রায় ৪০জন সাংবাদিক এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।বুধবার রাতে অনুষ্ঠিত এই নবম বার্ষিক সম্মেলনে জেলার প্রায় চল্লিশজন সাংবাদিক উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সাংবাদিকতা পেশার নানা চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা উপস্থিত ক্লাবের সকল সাংবাদিকরা। সংগঠনের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য তথা গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস নতুন কমিটির সম্পাদকের প্রশংসা করে জানান,“শীতল একজন ভালো মানুষের সঙ্গে ভালো সাংবাদিকও। তাঁর নেতৃত্বে তাদের ক্লাবের জেলার সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে সমাজের জন্য আরও ভালো কাজ করবে সকলের পাশে থেকে বলে তিনি আশাবাদী।” দায়িত্ব গ্রহণের পর ক্লাবের সম্পাদক শীতল চক্রবর্তী ও সভাপতি চয়ন হোড় বলেন,“ সাংবাদিকদের পাশে থেকে এবং সমাজে নির্ভীক সাংবাদিকতার পথেই আমরা চলব।সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালানোই আমাদের লক্ষ্য।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here