শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২৪ শে অগাস্ট দক্ষিণ দিনাজপুর:-জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি পদে বদল হলো। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বাসিন্দা রাকেশ শীলকে সরিয়ে গঙ্গারামপুরের নন্দনপুর এলাকার বাসিন্দা নামিজুর রহমানকে সেই পদে আনা হয়। রাজ্য নেতৃত্বদের তরফে এদিন ঘোষণা করা হয় তার নাম। নতুন শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নামিজুর রহমান জানালেন, দলের জেলা সভাপতি ও রাজ্য সাধারণ সম্পাদক নির্দেশ মতো সকলকে একসঙ্গে নিয়ে চলবে।
বেশ কিছুদিন আগে তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি পদ থেকে মজিরুদ্দিন মন্ডলকে সরিয়ে সেই পথে আনা হয়েছিল বালুরঘাটের বাসিন্দা রাকেশ শীলকে। কিছুদিন তিনি সেই পথ সামলানোর পরে বুধবার রাজ্য তৃণমূল নেতৃত্বে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি পদের উদ্বোধন করা হয়। রাকেশ কে সরিয়ে সেই পদে আনা হয় রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা গঙ্গারামপুরে প্রাক্তন বিধায়ক গৌতম দাস ঘনিষ্ঠ ও জেলা সভাপতি মৃণাল সরকার ঘনিষ্ঠ নামিজুর রহমান সরকারকে। এদিন তার নাম ঘোষনা হতে গঙ্গারামপুর এর কর্মী সমর্থনে তাকে সংবর্ধনা দেন। একই গ্রাম পঞ্চায়েত এলাকা নন্দনপুর থেকে রাজ্য তৃণমূল কংগ্রেস যেমন জেলা সভাপতি করেছে,করেছে তেমনি ওই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকা থেকেই নামিজুর রহমান বাবুকেও তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি করা হয়।
তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি দায়িত্ব পাবার পরে নামিজুর রহমান জানালেন, রাজ্য তৃণমূলে সাধারণ সম্পাদক গৌতম দাস, জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকারের নেতৃত্বে সংগঠন চালাবো। সবাইকে একসঙ্গে নিয়েই তিনি কাজ করবেন বলে জানিয়েছেন।