গঙ্গারামপুর,৩১ মার্চ : দক্ষিণ দিনাজপুর জেলা ক্যারাটে ত্র্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা চ্যাম্পিয়ান শিপ অনুষ্ঠিত হল। রবিবার চ্যাম্পিয়ান শিপের আয়োজন করা হয় গঙ্গারামপুর শহরের কাদিহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে এদিন টুর্নামেন্টের সূচনা করা হয়। এদিনের টুর্নামেন্টে হাজির ছিলেন জেলা ক্যারাটে ত্র্যাসোসিয়েশনের সম্পাদক রঘুনাথ পাল,বেঙ্গল ক্যারাটে ত্র্যাসোসিয়েশনের প্রতিনিধি প্রকাশ থাপা,শিক্ষক অশোক কুমার মন্ডল আরো অনেকে। জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ৮৬ জন প্রতিনিধি এদিন অংশ নিয়েছিল। টুর্নামেন্ট শেষে প্রতিযোগীদের হাতে মানপত্র তুলে দেওয়া হয়।
প্রশিক্ষক তথা জেলা ক্যারাটে ত্র্যাসোসিয়েশনের সম্পাদক রঘুনাথ পাল বলেন,এর আগে কখনো এমন ক্যাম্প হয়নি। এখান থেকে আমরা বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিযোগীদের বেঁছে নেব।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা ক্যারাটে ত্র্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা চ্যাম্পিয়ান শিপ অনুষ্ঠিত হল