দক্ষিণ দিনাজপুর জেলার ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেসের যে কমিটি তৈরি করা হয়েছে, তারা ভাল কাজ করবেন বলে আশা প্রকাশ করলেন জেলা সভাপতি মৃণাল সরকার

0
294

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৬ই আগস্ট দক্ষিণ দিনাজপুর:-জেলা তৃণমূলের নতুন যে ব্লক ও টাউন কমিটি তৈরি হয়েছে তারা ভালো কাজ করবে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এক একান্ত সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন জেলা তৃণমূলের সভাপতি মৃণাল সরকার। মৃণাল বাবু জানালেন, পুরনো নতুনদের নিয়েই তৈরি হয়েছে ব্লক ও টাউন কমিটি।এতে দল আরো শক্তিশালী  হবে ।

রাজ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বসাককে সরিয়ে সেই পদে নিয়ে এসেছেন তরুণ যুবক মৃণাল সরকারকে।মৃণাল বাবু জেলা তৃণমূল সভাপতি হবার পরে রাজ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জেলার আটটি ব্লকের ব্লক সভাপতি, ও তিনটি টাউন তৃণমূল কংগ্রেস কমিটি তৈরি করে দেন। এই কমিটি গুলির মধ্যে যেমন কিছু সংখ্যক ব্লক ও টাউন সভাপতিরা বাদ পড়েছেন, তেমনি বেশ কয়েকটি ব্লকে ব্লকও টাউন সভাপতিদের পরিবর্তন করা হয়েছে। ইতিমধ্যেই জেলা তৃণমূল সভাপতি গঙ্গারামপুরে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বিকরের বাসিন্দা মৃণাল সরকার দক্ষিণ দিনাজপুর জেলাকে ঢেলে সরাতে শুরু করেছেন।

এদিন তিনি একান্ত সাক্ষাৎকারে জানালেন, রাজ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেস যে সমস্ত কমিটি তৈরি করা হয়েছে তারা আগামীতে সংগঠনের জন্য ভাল কাজ করবেন। আমাদের জেলার লোকসভা  আসনটি আমরা গত লোকসভা নির্বাচনে হারিয়েছি সামনের লোকসভা ভোটে সেটা দখল করবোই।

  জেলা তৃণমূলের বিভিন্ন সংগঠনের ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেস কমিটির আগামীতে সংগঠনের স্বার্থে আরও কতটা ভালো কাজ করতে পারে সেদিকে তাকিয়ে রয়েছে তৃণমূল নেতৃত্বরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here