দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের উদ্যোগে ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যানপালন দপ্তরের পক্ষ থেকে প্রান্তিক কৃষককে পাওয়ার টেলার বিতরণ করা হলো।

0
371

শীতল চক্রবর্তী,বংশীহারী,4আগস্ট,দক্ষিণ দিনাজপুর:-দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহার ব্লকের উদ্যোগে ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যানপালন দপ্তরের পক্ষ থেকে প্রান্তিক কৃষককে পাওয়ার টেলার বিতরণ করা হলো। 

   দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের উদ্যোগে ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যানপালন দপ্তরের পক্ষ থেকে  গাংগুরিয়া গ্রাম পঞ্চায়েতের বাজে হরিপুর এলাকায় দুইজন প্রান্তিক কৃষ ক মঙ্গল রায় ও শংকর সরকারকে এক লক্ষ আশি হাজার টাকা দামের দুইটি পাওয়ার টেলার দেওয়া হলো। এরমধ্যে ৭৫ হাজার টাকার সাবসিডি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পাবেন বলে জানিয়েছেন বংশীহারী ব্লক আধিকারিকরা।  পাওয়ার টিলার দিলে ডোবা এলাকায় চাষবাসের সুবিধার্থে দেওয়া হয়। 

 এ বিষয়ে বংশীহারী ব্লকের সহ-সভাপতি গণেশ প্রসাদ জানিয়েছেন বংশীহারী ব্লকের উদ্যোগে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে এক লক্ষ 86 হাজার টাকা দামের দুজন প্রান্তিক কৃষককে দুইটি পাওয়ার ট্রলার দেওয়া হলো। এরমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ৭৫ হাজার টাকা সাবসিটি পাবেন। 

এক লক্ষ ৮৬ হাজার টাকার মধ্যে ৭৫ হাজার টাকা সাবসিটে পেয়ে খুশি হয়েছেন কৃষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here