দক্ষিণ দিনাজপুর জেলার ত্র্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স এন্ড মিস্ট্রেসেস বার্ষিক সাধারণ সভার আয়োজন হলো রবিবার গঙ্গারামপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের অবস্থিত নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠে, গঙ্গারামপুর,৩ ডিসেম্বর :একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্র্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স এন্ড মিস্ট্রেসেস বার্ষিক সাধারণ সভার আয়োজন হলো।দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয় রবিবার গঙ্গারামপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের অবস্থিত নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠে। সভার শুরুতেই জেলার প্রতিনিধিদের উপস্থিতিতে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করা।প্রধান,শিক্ষক শিক্ষিকারা তাদের সমস্যার কথা তুলে ধরে প্রতিবেদন পাঠ করেন।এদিনের কর্মসূচিতে অনেকেই উপস্থিত ছিলেন। রবিবার গঙ্গারামপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের অবস্থিত নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠে ত্র্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স এন্ড মিস্ট্রেসেস বার্ষিক সাধারণ সভার আয়োজন হলো।সেখানে ডিপিও বিমল কৃষ্ণ গাইন,ডিআই নিতাই দাস,সংগঠনের রাজ্য সম্পাদক চন্দন কুমার মাইতি,সংগঠনের জেলা সভাপতি রনধীর ব্যানার্জি,জেলা সম্পাদক মৃণাল কর্মকার,অন্যতম কর্মকর্তা পার্থ সরকার,সীমা সরকার, জ্যোতির্ময় রায়, দিব্যেন্দু সরকার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভার মধ্যদিয়ে জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করেন। দিনের পর দিন প্রধান শিক্ষকদের উপর যেভাবে কাজের চাপ বাড়ছে সেই সমস্ত বিষয় নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার কথা জানান উপস্থিত সংগঠনের সদস্যরা। সংগঠনের রাজ্য সম্পাদক চন্দন কুমার মাইতি বলেন,আমরা চাই অবিলম্বে শিক্ষক নিয়োগ সম্পন্ন হোক। পাশাপাশি সংগঠনের স্বার্থে এমন সম্মেলন করা হলো। ডিপিও বিমল কৃষ্ণ গাইন বলেন , সংগঠনের স্বার্থে আমরা কাজ করে যাব। সম্মেলনে ভিড় হয়েছিল রেকর্ড পরিমাণে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার ত্র্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স এন্ড মিস্ট্রেসেস বার্ষিক সাধারণ সভার...