দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সাবডিভিশন রিপোর্টার অ্যাসোসিয়েশনের তরফে রাখি বন্ধন উৎসব পালন করা হলো, কারণ হলো সকলকে মিষ্টিমুখও

0
234

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১১ই আগস্ট দক্ষিণ দিনাজপুর:-দক্ষিণ দিনাজপুর জেলার সাব ডিভিশনাল রিপোর্টার অ্যাসোসিয়েশনের তরফে জেলাজুড়ে রাখি বন্ধন উৎসব পালন করা হলো। গঙ্গারামপুর শহরে সাংবাদিকের যে এই সংগঠনের সদস্যরা থানা, পৌরসভা থেকে শুরু করে পথ চলতি মানুষজনের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করান। সাংবাদিকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

          এদিন দুপুরে সাংবাদিকদের সংগঠনের গঙ্গারামপুরের চিত্তরঞ্জন সবজি মার্কেটের অফিসের সামনে ক্লাবের সদস্যরা পথ চলতি মানুষজনের হাতে রাখি পরিয়ে দেন। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি চয়ন হোড, ক্লাবের সম্পাদক শীতল চক্রবর্তী, সহ-সম্পাদক বিপ্লব হালদার ,সহ-সভাপতি নারায়ন বসাক, কোষাধক্ষ অমল দাস, অফিস সম্পাদক বাবাই সূত্রধর সহ ক্লাবের বহু সদস্যরা। সংগঠনের তরফে সকল সাংবাদিকেরা এর পরেই পথ চলিত মানুষজনদের পাশাপাশি থানার পুলিশ অফিসার, পৌরসভার কর্মী থেকে বিভিন্ন জনের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ক্লাবের কোষাধ্যক্ষ অমল দাস জানিয়েছেন, রাখি বন্ধন আমাদের সাংবাদিকদের ক্লাবের তরফে পালন করা হলো প্রতিবছরের মধ্যে এবছরের। উৎসবের দিনগুলি আমরা আগামীতেও ধুমধাম সহকারে  পালন করব।

সাংবাদিকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here