দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সংগীত ও সাংস্কৃতিক মেলার সরকারি অনুষ্ঠানে চলল হিন্দি গানের আসর, ও বিরোধীদের ,নিয়ম মেনেই হয়েছে তবে প্রশাসনের শোরগোল গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর

0
681

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 15 ই ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর,জেলা প্রশাসনের তরফে সাংস্কৃত মেলায় অনুষ্ঠানে 14 ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেকে সামনে রেখে চলল দ্বিধার সে প্রেমের গান। রীতিমতো অনুষ্ঠানে সঞ্চারিকাকেউ বারবার বলতে শোনা যায় আজকের এই দিনটাকে সামনে রেখেই এমন গানের আয়োজন।দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফে গঙ্গারামপুরের মহকুমা প্রশাসনের আয়োজনে গঙ্গারামপুর ফুটবল মাঠে জেলা সঙ্গীত ও সংস্কৃতি মেলার আয়োজনে এমন চিত্র ফুটে উঠেছে। যে ঘটনায় নিন্দার ঝড় বিরোধী রাজনৈতিক দলের লোকজনদের। শাসক দলের মন্ত্রী অবশ্য জানিয়েছেন,এমন বিষয় হয়ে থাকলে সেটা খুব একটা বাঞ্চনীয় নয় বলেই তিনি মনে করেন।জেলা তথ্য সংস্কৃতি দপ্তর আধিকারিক ও মহুকুমা প্রশাসনের তরফে এমন অনুষ্ঠানে এমন গান নাকি হতেই পারে বলে জানিয়েছেন তারা।যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে।


গত শুক্রবার থেকে রবিবার রাত পর্যন্ত গঙ্গারামপুর ফুটবল ময়দানে দক্ষিণ দিনাজপুর জেলার সঙ্গীত ও সংস্কৃতি মেলা সূচনা করা হয়েছিল। রবিবার রাত ছিল যেমন অনুষ্ঠানের শেষ দিন, তেমনি 14 ই ফেব্রুয়ারি ভ্যালেন্স টাইন ডে ভ অর্থাৎ ভালোবাসার দিন। সেখানে সরকারি অনুষ্ঠানের মঞ্চে ভাড়া করে আনা সঞ্চালিকাকে বলতে শুনা যায় বার বার আজ ভালোবাসার দিন তাই ভালোবাসার গান হবে।এতেই উপস্থিত সকলে হাততালি দিতে শুরু করেন।গান ও শুরু হয়ে যায় , তু জানে মান মে কাহা তুকাহা ।ওদিক থেকে উত্তর আসে মে যাহা তু বহা।এর পরেই বিভিন্ন ধরনের হিন্দি গান সঙ্গে নাচ চলে সরকারি অনুষ্ঠান মঞ্চে।


রাজের প্রতিমন্ত্রী বাচ্চু হাসদা জানিয়েছেন,এমনটা হবার কথা নয়।আগামী দিনে যেন এমনটা না হয় তার জন্য দেখা হবে।
কোন সরকারি মঞ্চে এমন হিন্দিগান করার বিষয়ে বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন জানিয়েছেন ,এটা তো সংস্কৃতি নয় অসংস্কতির।যা তৃণমূলের আমালেও সম্ভব।
কংগ্রেস নেতা আবদুস সাদেক সরকার জানিয়েছেন,এই আমলে আবার সংস্কৃতি।আসলে যত সব অপ সংস্কৃতি।মানুষ সব বুঝতে পেরেছে।
সিপিএম নেতা মোসাদ্দেক হোসেন জানিয়েছেন ,এই সমস্ত মেলার মধ্যে দিয়ে শুধু সরকার নাটক করছে।তাই এমন সরকারি অনুঠানে হিন্দি গানে নাচ হচ্ছে।
জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী ও গঙ্গারামপুর এর ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল জানিয়েছেন ,হিন্দি গানতো হতেই পারে।এতে অসুবিধের কি আছে।
অনেকের অভিমত হিন্দি গান হতেই পারে তবে দেশাত্মবোধক।তবে এমন কোন দুজনের হাত ধরে নাচ গান হবে সেটাই প্রশ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here