দক্ষিণ দিনাজপুরে মহিলা ক্রিকেটে উৎসাহ বাড়াতে উদ্যোগী হল সিএবি এবং ডিএসএ

0
458

দক্ষিণ দিনাজপুরে মহিলা ক্রিকেটে উৎসাহ বাড়াতে উদ্যোগী হল সিএবি এবং ডিএসএ, এক মাসের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র 

 পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৭ জুন:  দক্ষিণ দিনাজপুরে মহিলা ক্রিকেটে উৎসাহ বাড়াতে এবং যেসব মহিলা ক্রিকেটার রয়েছে তাদের প্রশিক্ষণ আরো ভালো ভাবে করার জন্য উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা এবং সিএবি। সোমবার দুপুরে বালুরঘাট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে এই প্রশিক্ষণ শিবিরের উদ্ধোধন করা হয়। ফিতে কেটে শিবিরের শুভ উদ্ধোধন করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ অন্যান্য জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিশিষ্টজনরা। আজ থেকে শুরু হওয়া এই মহিলা ক্রিকেটারদের প্রশিক্ষণ শিবির আগামী এক মাস পর্যন্ত চলবে। বিনামূল্যে এই প্রশিক্ষণ দেওয়া হবে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে। কলকাতা থেকে আগত মহিলা ক্রিকেট প্রশিক্ষক ব্রততী সামন্তর উপস্থিতিতেই চলবে এই একমাস প্রশিক্ষন। যার মাধ্যমে জেলায় মহিলা ক্রিকেটে আরো আরো বিশেষ মাত্রা যোগ হবে। প্রথম দিনের এই প্রশিক্ষণ শিবিরে প্রায় ২৫ জন মহিলা ক্রিকেটার অংশ নেয়। আগামী দিনে এই সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশা করছেন উদ্যোক্তারা। কলকাতা স্তরের প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ পেলে পরে জেলার মহিলাদের ক্রিকেট আরো উন্নত হবে বলে আশা রাখছে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা। এদিকে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাকে সব রকম ভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। 
  মহিলা ক্রিকেট প্রশিক্ষক ব্রততী সামন্ত বলেন, একমাস ধরে প্রশিক্ষন চলবে জেলায়। যার মাধ্যমে এজেলার মহিলারা ক্রিকেট টিম আরো শক্তিশালী হবে।
মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, জেলায় এধরণের উদ্যোগ নেবার জন্য ডিএসকে ধন্যবাদ জানান তিনি। ক্রিকেটে জেলায় মহিলা টিমের শক্তিবৃদ্ধি করতে এধরণের উদ্যোগ প্রশংসনীয়। এদের উন্নতিতে তিনি সবরকম ভাবে সহযোগিতা করবেন বলেও আশ্বাস দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here