দক্ষিণ দিনাজপুরে নস্য শেখ উন্নয়ন পরিষদের তৃতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো বুনিয়াদপুরে, মুখ্যমন্ত্রীকে কার্যত হুঁশিয়ারি দিলেন, দাবিপত্র পাঠালেন মন্ত্রীর হাত দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ১৩ জুলাই:দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের বিডিও অফিসের টাঙ্গন হলে রবিবার অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ নস্য শেখ উন্নয়ন পরিষদের তৃতীয় জেলা সম্মেলন।জেলা সম্মেলনে মুখ্যমন্ত্রীকে কার্যত হুঁশিয়ারি দিয়ে নেতৃবৃন্দ জানিয়ে দেন, দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে হবে।তাদের দাবিপত্রটি রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রীর হাত দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়।
এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড.বজলে রহমান, কার্যকরী সভাপতি মহম্মদ সরওয়ার্দি,সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন আহমেদ, আমিনুল ইসলাম, সওকত আলি সহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা ও ব্লকস্তরের শতাধিক প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা রাজ্য সরকারের বিরুদ্ধে পরিষদের কাজ নিয়ে চরম গাফিলতির অভিযোগ তোলেন। ড. বজলে রহমান বলেন “২০২১ সালে পরিষদ গঠনের পর এতদিনেও কোনো চেয়ারম্যান নিযুক্ত হয়নি। কোনো সভা বা কার্যক্রম হয় না। তহবিলের হিসেবও পরিষ্কার নয়। মূল দাবি, এনআরসি আতঙ্ক থেকে মুক্তির জন্য নস্য শেখদের ‘ভূমিপুত্র’ স্বীকৃতি দেওয়া হোক।”
তিনি প্রশ্ন তোলেন,“আসামের মুখ্যমন্ত্রী যখন নস্য শেখদের ভূমিপুত্র হিসেবে স্বীকৃতি দিতে পারেন,তখন পশ্চিমবঙ্গ সরকার কেন নয়?”
তারা আরো দাবি করেন,কামতাপুরি ভাষার স্বীকৃতি দিতে হবে কেন্দ্রীয় সরকারকে।দাবি না মানা হলে আগামী নির্বাচনে “অন্য কিছু ভাবতে হবে” বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। সংগঠনের রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তর দপ্তরের মন্ত্রীর হাত দিয়ে একটি দাবি পত্র মুখ্যমন্ত্রীর কাছে সংস্থা তরফে পাঠানো হয়।সম্মেলন শেষে জেলা কমিটি পুনর্গঠন করা হয় এবং রাজ্য সরকারের প্রতি একাধিক দাবি সম্বলিত প্রস্তাব গ্রহণ করা হয়।