দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের অশোকগ্রাম আই সি ভি হাইস্কুলটি উচ্চ মাধ্যমিক স্তরের। প্রত্যন্ত এলাকার এই স্কুলটিতে বর্তমানে প্রায় সাড়ে আটশো জন ছাত্র ছাত্রী রয়েছে। যাদের পঠন-পাঠনের জন্য স্কুলটিতে একসময় ১৯ জন শিক্ষক শিক্ষিকা থাকলেও, বদলি ও অনান্য কারনে ৫ জন শিক্ষক অনেক আগেই কমেছে। বর্তমানে প্রধান শিক্ষককে ধরে মোট ১৪ জন শিক্ষক শিক্ষিকাদের দ্বারাই পরিচালিত হচ্ছিল উচ্চ মাধ্যমিক স্তরের সরকারী এই স্কুলটি। কিন্তু বৃহস্পতিবার উচ্চ আদালতের রায়ের পরেই যেন সবকিছু থমকে যায় অশোকগ্রাম আই সিভি হাইস্কুলটিতে। জেলার ৫১১ জন শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার তালিকায় এই স্কুলটিই ইতিমধ্যে সর্ব্বোচ্চ বলে উঠে এসেছে। মোট ৭ জন শিক্ষক-শিক্ষিকা এই স্কুল থেকেই চাকরি হারিয়েছেন। যার মধ্যে তিনজন শিক্ষিকা ও চারজন শিক্ষক রয়েছে। উচ্চ মাধ্যমিক স্তরের এই স্কুলটিতে ওই সাতজন শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়ার জেরে কার্যত বন্ধ হয়ে গিয়েছে ইতিহাস, গনিত, দর্শন ও এডুকেশনের মতো বিষয়ের পঠন পাঠন। কেননা স্কুলের দুজন ইতিহাস বিভাগের শিক্ষকই সেই তালিকায় স্থান পেয়েছে। একইভাবে স্কুলের একমাত্র গনিতের শিক্ষক, একমাত্র দর্শন ও একটিমাত্র এডুকেশনের শিক্ষক, তারাও হারিয়েছেন চাকরি। আর যার কারনেই ওই স্কুলের ছাত্র ছাত্রীদের আগামী পঠন পাঠন নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্কুলের বাকি শিক্ষক ও অভিভাবকেরা।
অশোকগ্রাম আই সিভি হাইস্কুলের সহ শিক্ষক তরুণ কুমার সাহা বলেন, স্কুলে কোন কেরানিও নেই। ফলে এমনিতেই কেরানির কাজ শিক্ষকদের করতে হচ্ছিল, তার উপর এতগুলো শিক্ষকের ঘাটতি কিভাবে পুরন হবে আর ছেলে মেয়েদের পড়াশুনায় বা কিভাবে চলবে তা ভেবে তারা নিজেরাও যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। ছাত্র ছাত্রীদের সমস্যার বিষয়টি প্রশাসনের খুব গুরুত্ব দিয়ে দেখা উচিত।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের সর্ব্বোচ্চ চাকরি হারানোর ঘটনা এই স্কুলে! লাটে উঠেছে পঠন-পাঠন, চরম...