থানার রিকভারি ভ্যানে করেই আন্তর্জাতিক মাদক পাচার সীমান্তে!

0
194

থানার রিকভারি ভ্যানে করেই আন্তর্জাতিক মাদক পাচার সীমান্তে! চালকের ছদ্মবেশ ফাঁস, পতিরামে বর্ষবরনের রাতে গ্রেফতার ছয় পাচারকারী

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১ জানুয়ারী ——– থানার রিকভারি ভ্যানে করে আন্তর্জাতিক মাদক পাচার সীমান্তে। ছক ভেস্তে বিক্রেতার ছদ্মবেশে ছয় পাচারকারীকে গ্রেফতার করল পতিরাম থানার পুলিশ। উদ্ধার হয়েছে ২০ হাজার ৭২৫ টি বুপ্রেনরফিন নামক নিষিদ্ধ মাদক ইনজেকশন। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে। ঘটনায় গাড়ি চালক সহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে পতিরাম থানার পুলিশ। বুধবার ধৃতদের সাতদিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বালুরঘাট জেলা আদালতে পাঠিয়েছে পতিরাম থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে ধৃতরা হল অলক মন্ডল, উতপল পাল,অখিল পাল,অমিত পাল,সনাতন পাহান,বিক্রম পাহান। গাড়ি চালক অলক মন্ডলের বাড়ি পতিরামের হারপুরে হলেও বাকি পাচ পাচারকারীর বাড়ি হিলির শ্রীরামপুরে। পুলিশ সুত্রের খবর অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই পতিরামের হারপুরের বাসিন্দা অলক মন্ডলের রিকভারি ভ্যানে করে ওই মাদক ইঞ্জেকশন হিলির উত্তর জামালপুর এলাকার উন্মুক্ত সীমান্ত দিয়ে পাচার করা হচ্ছিল বাংলাদেশে। যে বেসরকারি রিকভারি ভ্যানটি নানা সময়ে অসময়ে বিশেষ করে দুর্ঘটনাজনিত কারনে ব্যবহার করা হয় পতিরাম থানায়। সেই সুযোগকে কাজে লাগিয়েই বেশকিছুদিন ধরে ওই রিকভারি ভ্যানে করে মাদক পাচার করছিল গাড়িচালক অলোক মন্ডল বলে অভিযোগ। মঙ্গলবার বর্ষবরণের রাতে যার গোপন খবর পায় পতিরাম থানার পুলিশ। এরপরেই থানা থেকে সামান্য দূরে সাদা পোশাক পড়ে ওই রিকভারি ভ্যানটি আটক করে পুলিশ। যেখান থেকে উদ্ধার হয় কুড়ি হাজার ৭২৫ টি বুপ্রেনরফিন নামক ওই মাদক ইঞ্জেকশন গুলি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলেও জানিয়েছে পতিরাম থানার পুলিশ।। এরপর ঐদিন রাতেই বিক্রেতার ছদ্মবেশ ধারণ করে পতিরামের ডাবরা এলাকায় গিয়ে হাতেনাতে ওই ৫ পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার এনিয়ে পতিরাম থানায় একটি সাংবাদিক বৈঠক করে এমনই তথ্য জানান ডিএসপি সদর বিক্রম প্রসাদ। তিনি জানিয়েছেন, কুমারগঞ্জের দিক থেকে আসা ওই মাদক ইঞ্জেকশন গুলি হিলির দিকে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। যার গোপন খবর পেয়ে আসে এই বিরাট সফলতা। তবে এই ঘটনার পেছনে আন্তর্জাতিক পাচারের বড় কোন চক্র জড়িত রয়েছে বলে অনুমান তাদের। ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে যার তথ্য উঠে আসতে বলেও মনে করছে পতিরাম থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here