মালদা:- তেলের ট্যাঙ্কারে চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো ১৮ বছর বয়সী এক যুবকের। ঘটনাকে ঘিরে এ রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তেলের ট্যাঙ্কারের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় ওই যুবক। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। হাসপাতালেই কান্নায় ভেঙে পড়ে ওই যুবকের পরিবার। ঘটনাটি ঘটেছে গাজোল থানার অন্তর্গত করলাভিটা এলাকায় ৫১২ নং জাতীয় সড়কে। হাসপাতাল ও পরিবার সূত্রে খবর মৃত ওই যুবকের নাম আসিদুর আনসারী (১৮)। বাড়ি গাজোল থানার করকচ এলাকায় ইসলামপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায় ওই যুবক হাসপাতালে ডাক্তারের চেম্বার থাকতেন। প্রতিদিনের মতোই চেম্বার শেষে ডাক্তারবাবুকে তার বাড়িতে রেখে হাসপাতালে ফিরছিল ওই যুবক। আসার পথে রেল গেট সংলগ্ন এলাকায় ৫১২ নং জাতীয় সড়কে একটি টোটো তার বাইকের সামনে চলে আসলে সেই টোটোটি কে বাঁচাতে গিয়ে রাস্তার উপরে পড়ে যায় ওই যুবক। সেই সময় পিছন থেকে এসে একটি তেলের ট্যাংকার মাথার উপর দিয়ে চলে যায় ওই যুবকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে সাময়িকভাবে ৫১২ নং জাতীয় সড়ক বন্ধ হয়ে যান চলাচল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ। ওই যুবকের দেহ উদ্ধার করে পাঠায় গাজোল গ্রামীণ হাসপাতালে। এরপর পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে ঘাতক ট্রাকটিকে আটক করেছে গাজোল থানার পুলিশ। যদিও চালক ও খালাসী পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ। অন্যদিকে ওই যুবকের মৃত্যুতে হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে তার পরিবার। শোকের ছায়া নেমে আসে পুরো এলাকাজুড়ে