রায়গঞ্জ:-তৃনমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানকারী কাউন্সিলরকে পুনরায় তৃনমূল কংগ্রেসে না নেওয়ার দাবিতে পথ অবরোধ করে আন্দোলনে শামিল হলভগবক্স”এক্সচ স্থানীয় ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ও স্থানীয় বাসিন্দারা। এই দ্দদ্দদ্দ্রঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বরবমজিবি খর্দ্দ ওরদস দ দেবীনগরের পোস্ট অফিস মোড়ে রায়গঞ্জ – মালদাগামী রাজ্যতফভতফ্রভদ্ভভ সড়ক অবরোধ করায় নাকাল হন নিত্যযাত্রীরা। যদিও ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম অধিকারী জানিয়েছেন, কিছু দুস্কৃতকারী এই ঘটনা ঘটাচ্ছে। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, পথ অবরোধ করে তৃনমূল কর্মীদের আন্দোলন করা উচিত হয়নি।

বিধানসভার প্রাক মুহুর্তে তৃভহ্রবথনমূল কংগ্রেসে থেকে দলবিরোধী কার্যকলাপ এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারারীর সাথে যোগাযোগ রাখা সহ দলে নিস্ক্রিয় থাকার অভিযোগ উঠেছিল রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃনমূল কংগ্রেস কাউন্সিলর অসীম অধিকারীর বিরুদ্ধে। রায়গঞ্জ বিধানসভা নির্বাচনের আগেই তৃনমূল দল থেকে কাউন্সিলর অসীম অধিকারীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা তৃনমূল কংগ্রেস নেতৃত্ব। এরপরই বহিস্কৃত তৃনমূল কাউন্সিলর অসীম অধিকারী শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি পর্যুদস্ত হওয়ায় মোহভঙ্গ হয় তৃনমূল ছেড়ে যাওয়া বহু বিজেপি নেতা কর্মীর। পুনরায় তারা তৃনমূল কংগ্রেসে ফিরতে চেয়ে দরবার করেন। সেইমতো রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম অধিকারীও বিজেপি ছেড়ে পুনরায় তৃনমুল কংগ্রেসে যোগদানের জন্য দরবার করেন। সূত্রের খবর আগামী ১৮ জুলাই রায়গঞ্জ পুরসভার সভাকক্ষে অসীম অধিকারীকে নিয়ে বৈঠক করার কথা জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং জেলা তৃনমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাসের। এই খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা। তারা অসীম অধিকারীকে তৃনমূল দলে না নেওয়ার দাবিতে রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায় পথ অবরোধ আন্দোলনে শামিল হয়।