তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ক্লাস রুমেই শ্লীলতাহানির অভিযোগ। ঘটনার জেরে স্কুলে ঢুকে অভিযুক্ত পার্শ্ব শিক্ষকের ওপর চটি-জুতো নিয়ে চড়াও হয় ছাত্রীর পরিবার সহ স্থানীয় মহিলারা।

0
881

জলপাইগুড়িঃ-তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ক্লাস রুমেই শ্লীলতাহানির অভিযোগ। ঘটনার জেরে স্কুলে ঢুকে  অভিযুক্ত পার্শ্ব শিক্ষকের ওপর চটি-জুতো নিয়ে চড়াও হয় ছাত্রীর পরিবার সহ স্থানীয় মহিলারা। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির একটি প্রাথমিক স্কুলের ঘটনা।

জানা গিয়েছে, ওই পার্শ্ব শিক্ষক ক্লাসরুমেই প্রায়ই ওই ছাত্রীর গায়ে আপত্তিজনকভাবে হাত দিত। ভয়ে ছাত্রী বাড়িতে কিছু বলত না।  কিন্তু মাঝেমধ্যেই সে স্কুলে যেতে অস্বীকার করত। এদিকে ওই ছাত্রী স্কুলে না এলে অভিযুক্ত শিক্ষক অন্য ছাত্রীদের কাছে তার খোজ করত বলে জানা গিয়েছে। গত বৃহস্পতিবার সেইরকমই এক ছাত্রীর কাছ থেকে ঘটনা জানতে পারেন নির্যাতিতা ওই ছাত্রীর মা। বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসা করলে সে সব খুলে বলে। শুক্রবার স্কুল ছুটি ছিল। আজ ছাত্রীর মা, পরিবারের লোকেরা এবং স্থানীয় বাসিন্দারা স্কুলে আসেন ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানাতে। সেইসময় অভিযুক্ত পার্শ্বশিক্ষকও স্কুলে ছিলেন। তাকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সকলে।  চটিজুতো নিয়ে টিচার্স রুমে ঢুকে শিক্ষকের ওপর চড়াও হন মহিলারা। শিক্ষককে ভেতরে আটকে বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হয়। পরিস্থিতি উতপ্ত দেখে স্কুলের তরফে খবর দেওয়া হয় ধুপগুড়ি থানায়। সেখান থেকে বিশাল পুলিশবাহিনি এবং র‍্যাফ এসে পরিস্থিতি সামাল দেয়। অভিযুক্ত শিক্ষককে আটক করে ধুপগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়। তার কড়া শাস্তির দাবি জানিয়েছে ছাত্রীর মা সহ স্থানীয়রাও। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, তারা উর্দ্বতন কতৃপক্ষকে গোটা ঘটনা জানিয়েছেন। যা ব্যবস্থা নেওয়ার তারাই নেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here