তৃণমূল শ্রমিক সংগঠনের বর্ধিত সভা গঙ্গারামপুরের দেবীকোট উৎসব ভবনে অনুষ্ঠিত হল

0
411

তৃণমূল শ্রমিক সংগঠনের বর্ধিত সভা গঙ্গারামপুরের দেবীকোট উৎসব ভবনে অনুষ্ঠিত হল, লোকসভা নির্বাচনই পাখির চোখ তৃণমূল ,জানালেন শ্রমিক সংগঠনের জেলা সভাপতি

 গঙ্গারামপুর 22 ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর।জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হলো একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে।দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের এই বর্ধিত সভাটি গঙ্গারামপুরের নতুন বাসস্ট্যান্ডের দেবীকোট উৎসব ভবনে অনুষ্ঠিত হয়।সেখানে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ,ব্লক ,টাউন ইউনিট সভাপতি সহ একাধিক তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন। লক্ষ লোকসভা নির্বাচনে পাখির চোখ সেবিষয়টি জানালেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি।                                         দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি পদ পরিবর্তন করে মৃণাল  সরকারকে সরিয়ে দিয়ে সেই পদে বসানো হয়েছে বংশীহারীর বাসিন্দা সুভাস ভাওয়ালকে।জেলা তৃণমূলের চেয়ারম্যান নিখিল সিংহ রায়কে তার পদ থেকে সরিয়ে দিয়ে  সেই পদে  বসানো হয়েছে কুমারগঞ্জের বিধায়ক তোরাব হোসেন মন্ডলকে।জেলা তৃণমূল সভাপতির নির্দেশেই শ্রমিক সংগঠনকে আরো শক্তিশালী  দলকে সাজিয়ে তোলার জন্য তৃণমূল শ্রমিক সংগঠনকে তিনি নির্দেশ দেন বর্ধিত সভা করার জন্য। সেই নির্দেশ হবার পরে তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নামিজুর রহমান দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের বর্ধিত সভার আয়োজন করেন শনিবার গঙ্গারামপুর নতুন বাসস্ট্যান্ডের উৎসব ভবনে। সেখানে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি নামিজুর রহমান ছাড়াও গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র , শ্রমিক সংগঠনের অন্যতম নেতা রাকেশ শীল,গঙ্গারামপুর টাউন তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি রাজু ঘোষ সহ কমল সরকারেরা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন,সেই নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে সাজাতে শুরু করেছে শাসকদের একাধিক শাখা সংগঠনগুলি। তৃণমূলের জেলা কমিটি ,মহিলা কমিটির পরে  এবার তৃণমূল শ্রমিক সংগঠনকে শক্তিশালী করতে বর্ধিত সভার আয়োজন করল শ্রমিক সংগঠনের নেতৃত্বরা।

এবিষয়ে যেটা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি নামিজুর রহমান জানিয়েছেন, জেলা সভাপতির নির্দেশে এমন বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। সামনের লোকসভা নির্বাচনেই পাখিরচোখ রয়েছে আমাদের।                                           তৃণমূল শ্রমিক সংগঠনের  সভায় ভিড় হয়েছিল ব্যাপক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here