তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের অলিগলিতে বাইক মিছিল করে প্রচার তৃণমূলের-বাইক মিছিলে ভিড় হয়েছিল ব্যপক
গঙ্গারামপুর ২৩ এপ্রিল দক্ষিণ দিনাজপুর :-৬নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী
বিপ্লব মিত্রের সমর্থনে বিরাট আকারে বাইক মিছিলের আয়োজন করা হল। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটির তরফে এদিনের মিছিলে নেতৃত্বদেন ওয়ার্ডের তৃণমূল নেতা শিষেন্দু হাতি ওরফে বুবাই। পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের অলিগলিতে বাইক মিছিল করে জেলার ভূমিপুত্র তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে জোড়দার ভোট প্রচার করে সকলেই। বিরাট আকারে এদিনের মিছিলে রাজ্য সরকারের একাধিক উন্নয়নমুলক প্রচার তুলে ধরা হয় বাইক মিছিলের মধ্যে দিয়ে। তৃণমূলের বাইক মিছিলে ভিড় ছিল চোখে পরার মত। গঙ্গারামপুর পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকাটি বড়বড়ই শাসকদল তৃণমূল কংগ্রেসের শক্তিশালি ঘাঁটি বলেই পরিচিত।ওয়ার্ডটি বামেদের সময়েও বর্তমানে শাসকদল তৃণমুল কংগ্রেসের প্রার্থী পৌরসভা ভোটে জয়লাভ করেছিল। মঙ্গলবার সকালে বালুরঘাট ৬নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে ১০নম্বর ওয়ার্ডে বাসিন্দা অন্যতম তৃণমুল কংগ্রেস নেতা শিষেন্দু হাতি ওরফে বুবাই এর নেতৃত্বে বিরাট বাইক মিছিল ওয়ার্ডের সাহাপাড়া দুর্গা মন্দিরের সামনে থেকে বের হয়।যে বাইক মিছিলে ওয়ার্ডের তৃণমুল নেতা শিষেন্দু হাতি ওরফে বুবাই ছাড়াও ১০নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি রঞ্জিত কর্মকার,তৃণমূল কর্মী দেবব্রত দাস সহ আরো অনেকেই বাইক মিছিল করে পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের অলিগোলিতে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে ভোট প্রচার করেন। মিছিলে দেওয়া হয় রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক কাজের ক্ষতিয়ান তুলে ধরে শ্লোগানও। এবিষয়ে ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির ওয়ার্ড সভাপতি রঞ্জিত কর্মকার বলেন, সরকারের একাধিক উন্নয়নের বিষয় তুলে ধরে আমরা বাইক মিছিলের আয়োজন করেছি। আমাদের দলের অভিভাবক বিপ্লবদাকে ভোট দেবার জন্য সকলের কাছে আবেদন করা হয়েছে।
এবিষয়ে ওয়ার্ডের তৃণমূল সমর্থক দেবব্রত দাস জানিয়েছেন, তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে ওয়ার্ডের তরফে মিছিল বের করা হয়েছিল। তৃণমূল নেতা শিষেন্দু হাতি ওরফে বুবাই এর নেতৃত্বে বিরাট লিড পাবে তৃণমূল প্রার্থী বলে আমরা ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকেরা আশা রাখছি। এদিনের বাইক মিছিলে তৃণমূলের দলীয় কর্মী সমর্থকদের ভিড় হয়েছিল ব্যপক।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের অলিগলিতে বাইক মিছিল করে...























