তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে তিনি বিজেপি সদস্য। তাই তাঁকে কোনও কাজ করতে দেওয়া হচ্ছে না। কিন্তু এলাকার কাজের জন্যই তাঁকে নির্বাচিত করেছেন তাঁর বুথের ভোটাররা। মানসিক দ্বন্দ্বে শেষ পর্যন্ত স্থানীয় বিডিওর দ্বারস্থ হয়েছেন

0
551

চাঁচল, ৬ জুলাই : তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে তিনি বিজেপি সদস্য। তাই তাঁকে কোনও কাজ করতে দেওয়া হচ্ছে না। কিন্তু এলাকার কাজের জন্যই তাঁকে নির্বাচিত করেছেন তাঁর বুথের ভোটাররা। মানসিক দ্বন্দ্বে শেষ পর্যন্ত স্থানীয় বিডিওর দ্বারস্থ হয়েছেন চাঁচল গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর বুথের সদস্য টুলটুলি দাস মালো। বিডিওকে জানিয়েছেন, ১০ দিনের মধ্যে তাঁর এলাকায় উন্নয়নমূলক কাজের ব্যবস্থা না করা হলে তিনি পঞ্চায়েত সদস্য পদ থেকে ইস্তফা দেবেন। বিধানসভা নির্বাচনের পর যখন বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার স্রোত শুরু হয়েছে, তখন এই পঞ্চায়েত সদস্যের সিদ্ধান্ত ব্যতিক্রমী বলেই মনে করছে রাজনৈতিক মহল।

টুলটুলিদেবী বলছেন, এলাকার মানুষজন কাজের জন্য আমাকে ভোট দিয়েছিলেন। তাই আমি জিতেছিলাম। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও আমি আমার বুথ এলাকায় কোনও উন্নয়নমূলক কাজ করতে পারিনি। বিষয়টি আমি জেলা নেতৃত্বকে জানিয়েছি। কিন্তু তারা কোনও সিদ্ধান্ত নেয়নি। আমি বিজেপি সদস্য বলে আমাকে কোনও কাজ দেওয়া হচ্ছে না। পঞ্চায়েতে আমাকে কোনও গুরুত্ব দেওয়া হয় না। সভায় ডাকা হলেও আমার কথার কোনও গুরুত্ব থাকে না। প্রধান বলেন, আমি বিজেপি করি। আমি কাজ পাব না। এদিকে গ্রামে আলো, নর্দমা, রাস্তার প্রচুর সমস্যা রয়েছে। এটা আর পঞ্চায়েত নয়, একটি কোম্পানি হয়ে গিয়েছে। দলের তরফে কোনও বার্তা না পেয়ে আজ আমি পঞ্চায়েত সদস্যের পদ থেকে ইস্তফা দিতে এসেছি। 
পঞ্চায়েত প্রধান আজমেরি খাতুনের স্বামী মুক্তার হোসেন বলছেন, কে কী করছে, তা তার ব্যক্তিগত বিষয়। ও যদি পদত্যাগ করে, তবে আমাদের কিছু করার নয়। ওর বুথে প্রচুর কাজ করা হয়েছে। একাধিক রাস্তা হয়েছে। পানীয় জল, ড্রেনের কাজ হয়েছে। ও সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। ও তো মিটিংয়েই আসে না। পঞ্চায়েতে তো বিজেপির আরও সদস্য আছে, সিপিএমের সদস্য আছে। তাদের বুথেও তো কাজ হচ্ছে। শুধু ওর বুথেই নাকি কাজ হচ্ছে না। ও পদ থেকে ইস্তফা দিতেই পারে।
পাহাড়পুরের বাসিন্দা উত্তম পাণ্ডে অবশ্য বলছেন, তাঁদের এলাকায় কোনও কাজ হচ্ছে না। বছর দুয়েক ধরে ড্রেন পরিষ্কার হচ্ছে না। রাস্তার আলো জ্বলে না। পঞ্চায়েত সদস্যও কাজ করতে পারছেন না। তাঁকে কাজ করতে দেওযা হচ্ছে না। তিনি বিজেপি বলে তৃণমূলের পঞ্চায়েত তাঁকে কোনও কাজ দেয় না। আমরাও বিজেপিকে ভোট দিয়েছি বলে পঞ্চায়েত ব্রাত্য করে রেখেছে। তবে পঞ্চায়েত সদস্যের ইস্তফা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়।
চাঁচল ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তী বলছেন, ওই সদস্য পঞ্চায়েতের কোনও সভায় আসেন না। তাঁর এমনিতেই সদস্যপদ খারিজ হওয়া উচিত। তিনি যে অভিযোগ তুলেছেন, তার কোনও ভিত্তি নেই। তাঁর বুথ এলাকায় যথেষ্ট কাজ হচ্ছে। তিনি সেটা জানেনই না। তাঁর ইস্তফা নিয়ে আমার কিছু বলার নেই। এদিকে বিজেপির জেলা কমিটির সদস্য লক্ষ্মণ পাণ্ডে জানান, এই অব্যবস্থা নিয়ে এর আগেও বিডিওকে জানিয়েছিলাম। কিন্তু তিনি কোনও ব্যবস্থা নেননি। ওই পঞ্চায়েতের প্রধান নামেই, তাঁর স্বামী সব কাজ করেন। তিনি স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন। আসলে এখানে আমরা সবাই রাজার রাজত্ব দেওয়া হচ্ছে। আমাদের পঞ্চায়েত সদস্যকে কোনও কাজ দেওয়া হচ্ছে না। ওই বুথে দুটো রাস্তা হলেও সেই কাজ তৃণমূলের ছেলেদের দিয়েই করানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here