তৃণমূল নেতা উদয়ন গুহর ওপর যে ক্লাব থেকে হামলা চালানো হয়েছিল সেই ক্লাব ভাঙ্গা হলো।

0
430

কোচবিহার :-তৃণমূল নেতা উদয়ন গুহর ওপর যে ক্লাব থেকে হামলা চালানো হয়েছিল সেই ক্লাব ভাঙ্গা হলো। শনিবার সকালে পুরসভার কর্মীরা সেই ক্লাব ভেঙে দেয়। পুরসভার দাবি ওই বেআইনি ক্লাবের দীর্ঘদিন ধরেই অসামাজিক কাজকর্ম হতো। যার ফলে মানুষ তিতিবিরক্ত হয়ে উঠেছিল এবং ক্লাবের কোন বৈধ কাগজপত্র ছিল না তাই ওই ক্লাব ভেঙে দেওয়া হয়। দিনহাটা পৌরসভার প্রশাসক উদয়ন গ্রহ বলেন হাই ড্রেনের উপর বেআইনিভাবে ওই ক্লাব নির্মাণ করা হয়েছিল। ক্লাব বিল্ডিং নির্মাণের কোন বৈধ কাগজপত্র ছিল না। তাছাড়া ওই ক্লাবে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হতো বলে বাসিন্দারা অভিযোগ জানিয়ে ছিলেন। ক্লাব কর্তৃপক্ষকে একাধিকবার নোটিশ দিয়ে কোন কাজ না হওয়ায় এদিন আইন অনুযায়ী বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়েছে।
জানা গিয়েছে বিধানসভা নির্বাচনের পর গত 6 মে দিনহাটা শহরের পাওয়ার হাউজ মোড় এলাকায় আক্রান্ত হন দিনহাটার প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা উদয়ন গুহ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই এলাকার একটি ক্লাব থেকে ওই হামলা চালায় বলে অভিযোগ । এরপর থেকেই ওই ক্লাব ভাঙার দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে। শনিবার সেই ক্লাব ভেঙে দেওয়া হয়।
এই বিষয় বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত বলেন, ক্লাব টা অবেধ হলে ওই ক্লাবে বিদ্যুৎ কানেকশন দেওয়া হয়েছিল ।সেটা কিভাবে দেওয়া হল ।পৌরসভার বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here