তপনে ক্লাসরুমের মধ্যে ছাত্র-ছাত্রীদের অন্তরঙ্গের ভিডিও ভাইরাল হবার ঘটনা নিয়ে ছাত্ররা নিজেদের দোষ ঢাকতে এক শিক্ষককে ভিডিও ভাইরালের ঘটনায় দাবি করে শিক্ষককে বদলির দ দাবিতে আন্দোলনে নামলো, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষা দপ্তরের শীতল চক্রবর্তী বালুরঘাট ২৪ নভেম্বর দক্ষিণ দিনাজপুর। গত ১৮ নভেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার তপনে একাদশ শ্রেণির ক্লাসরুমের ছাত্র-ছাত্রীদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় ছাত্ররা স্কুলের এক শিক্ষককে সেই ভিডিও ভাইরাল করার অভিযোগ তুলে দুপুর থেকে রাত পর্যন্ত সমস্ত শিক্ষককে দীর্ঘ সময় ধরে আটক করে বিক্ষোভ দেখালো।এমনকি এলাকার তৃণমূল নেতা অজয় কুমার বর্মনের ছেলে একাদশ শ্রেণির ছাত্র নেতৃত্বে তপনের ও স্কুলের বহু ছাত্ররা শিক্ষক-শিক্ষিকাদের আটক করে বিক্ষোভ দেখাতে থাকে।তারা ওই শিক্ষকের বদলির দাবি করেন বলে জানা গেছে। যদিও জেলা শিক্ষা দপ্তরের বিদ্যালয়ের পরিদর্শক (ডি আই) দেবাশীষ সমাজ দাস বলেন,” শিক্ষকদের আটকে রেখে ছাত্রদের এমন আন্দোলন কখনো মেনে নেওয়া যাবে না। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মদূত সরকার জানান,”ভিডিও ভাইরালের ঘটনা নিয়ে ছাত্ররা আন্দোলনে নেমেছিল স্কুল পরিচালন সমিতির মিটিং আলোচনা করে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।” ওই স্কুল পরিচালন সমিতির সভাপতি ভোলা বাবু জানিয়েছেন,”যা হবে আলোচনা করেই মিটিং এর সিদ্ধান্ত নাও হবে।” প্রশ্ন উঠেছে শুধুমাত্র নোংরামি করার জন্য কোন ছাত্র যদি তাদের ক্লাসরুমে এমন কাণ্ড করে আর সেই ঘটনার ভিডিও ভাইরাল হয় তারা,আর সেই ঘটনা থেকে যদি ছাত্ররা শিক্ষা না নিয়ে কোন শিক্ষককে দায়ী করে সেই শিক্ষকের বদলির দাবি করে আন্দোলনে নেমে শিক্ষকদের আটক করে রাখার যে ঘটনা তারা সোমবার ঘটিয়েছে তা নিয়ে নিন্দার ঝড় উঠেছে জেলাজুড়ে। তপন থানার পুলিশ ঘটনার খবর পেতেই সেখানে ছুটে গিয়ে শিক্ষকদের মুক্ত করেন।
Home Uncategorized তৃণমূল নেতার ছেলের কুকীর্তি! ক্লাসরুমে বান্ধবীর সাথে আপত্তিকর মুহুর্তের ছবি ভাইরাল হওয়ায়...




















