তৃণমূল কাউন্সিলরের অডিও বিকৃত করে ভাইরাল করার অভিযোগ বালুরঘাটে।

0
59

তৃণমূল কাউন্সিলরের অডিও বিকৃত করে ভাইরাল করার অভিযোগ বালুরঘাটে। ঠিকাদার সৌমেন সরকারের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ বিপুল কান্তি ঘোষ

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২০ জুন ———- অডিও বিকৃত করে ভাইরাল করার অভিযোগে ঠিকাদারের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হলেন বালুরঘাট পুরসভার এক তৃণমূল কাউন্সিলর। বুধবার রাতে কয়েকশো কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে বালুরঘাট সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন ওই তৃণমূল কাউন্সিলর বিপুল কান্তি ঘোষ। তার অভিযোগ, মানসিক রোগাগ্রস্থ এক ঠিকাদার তার নিজের খেয়ালখুশি মতো কখনো চেয়ারম্যান, কখনো অফিসের কর্মী, আবার কখনো তার বিরুদ্ধে কাটমানির অভিযোগ আনছেন। শুধু তাই নয় নিজের ইচ্ছামত তাদের কথোপকথনের অডিও বার্তা বিকৃত করে ভাইরালও করছেন তিনি। যা সম্পুর্ণ আইন বিরোধী কাজ। যার প্রতিবাদেই ওই অভিযুক্ত ঠিকাদার সৌমেন সরকারের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।

জানা যায়, সৌমেন সরকার নামে ওই ঠিকাদারের সাথে বেশকিছুদিন আগে বালুরঘাট পুরসভা শহরের ২৫টি ওয়ার্ডে পথবাতি পরিষেবার জন্য চুক্তিবদ্ধ হয়। সেই অনুযায়ী প্রতিদিন ওই সংস্থার মোট ১২ জন কর্মী শহর জুড়ে পথবাতি জ্বালানো ও নেভানোর কাজ করে । পুর কতৃপক্ষের দাবি সঠিক সময়ে শহরজুড়ে পথবাতিগুলি পরিচালনার জন্য কাজে নিযুক্ত ওই ঠিকাদার সংস্থাকে অনেক আগে থেকেই টাইমার বসানোর কথা বলে আসছিলেন তারা। কিন্তু ওই ঠিকাদার সংস্থার কর্নধার সৌমেন সরকার তা না বসিয়ে বেশকিছুদিন ধরেই গড়িমসি করছিলেন বলে অভিযোগ পুরসভা কতৃপক্ষের । যা নিয়ে পুরসভার তরফে বেশ কয়েকবার চিঠি দিয়ে সতর্কও করা হয়েছে ওই সংস্থাকে । কিন্তু তারপরেও উদাসীন থেকেছেন ওই সংস্থার কর্নধার সৌমেন সরকার বলেও অভিযোগ। আর যা নিয়ে বালুরঘাট পুরসভা কতৃপক্ষ কড়া পদক্ষেপ গ্রহণ করতেই কাটমানি দেবার অভিযোগ সামনে এনেছেন ওই ঠিকাদার সংস্থার কর্নধার সৌমেন সরকার। তার অভিযোগ, একাজের জন্য তাকে দশ লক্ষ টাকা কাটমানি দিতে হয়েছে। ঠিকাদার সংস্থার তরফে তোলা যে অভিযোগ কে ঘিরেই রীতিমতো সরগরম হয়ে উঠেছে গোটা বালুরঘাট শহর। শুধু তাই নয় পুরসভার বিদ্যুৎ দপ্তরের দায়ীত্বপ্রাপ্ত কাউন্সিলর বিপুল কান্তি ঘোষের সাথে ওই ঠিকাদারের কথোপকথনের একটি অডিও বার্তাও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। আর যা নিয়েই এবারে ওই ঠিকাদারের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন তৃণমূল কাউন্সিলর বিপুল কান্তি ঘোষ। তার অভিযোগ, মানসিক রোগাগ্রস্থ ওই ঠিকাদারের যখন যার বিরুদ্ধে ইচ্ছে হচ্ছে তখন তার বিরুদ্ধেই আনছেন কাটমানি তোলার অভিযোগ। একইসাথে ফোনে কথোপকথনের অডিও বিকৃত করে ভাইরালও করছেন তিনি। কারো ইচ্ছের বিরুদ্ধে অডিও রেকর্ড ও তা বিকৃত করে ভাইরাল করা আইনত অপরাধ। যে কারনেই ওই ঠিকাদার সৌমেন সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন তিনি। এদিকে এই লিখিত অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট সাইবার ক্রাইম থানার পুলিশ।

তৃণমূল কাউন্সিলর বিপুল কান্তি ঘোষ বলেন, তার অডিও বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে ওই ঠিকাদার। তার কথাবার্তা শুনে মনে হচ্ছে তিনি মানসিক রোগাক্রান্ত। তাই তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here