তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দুই সাংসদ কে সাসপেন্ড করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করল আইএনটিটিইউসি।

0
703

রায়গঞ্জ:—তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দুই সাংসদ দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েন কে সাসপেন্ড করার প্রতিবাদে সারা রাজ্যের সাথে সাথে রায়গঞ্জেও গর্জে উঠল তৃনমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সোমবার রাতে রায়গঞ্জ শহরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিপোর সামনে ধিক্কার, বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করল আইএনটিটিইউসি। দলীয় সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে কৃষি বিল বাতিল করার পাশাপাশি সাংসদদের সাসপেন্সন প্রত্যাহারের দাবি তোলে আইএনটিটিইউসি নেতৃত্ব। উল্লেখ্য, কেন্দ্রের বিজেপি সরকারের আনা কৃষি বিলের রাজ্যসভায় তীব্র বিরোধীতা করেন তৃনমূল কংগ্রেসের দুই সাংসদ দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েন। কৃষি বিলের বিরোধীতা করার জন্য এই দুই সাংসদকে সাসপেন্ড করে বিজেপি। এই ঘটনায় গর্জে ওঠে তৃনমূল কংগ্রেস। রাজ্যজুড়ে শুরু হয় ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরেও প্রতিবাদে গর্জে ওঠে তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। রায়গঞ্জ শহরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ডিপোর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। দলীয় সাংসদদের সাসপেন্সন প্রত্যাহারের পাশাপাশি কৃষি বিল বাতিলের দাবি করে শ্রমিক সংগঠনের নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here