মাথাভাঙ্গা:গতকাল রাতে মাথাভাঙ্গা ১ ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের যুব কন ভেনার সুমন্ত অধিকারীর বাড়িতে আক্রমণের ঘটনার প্রতিবাদে নয়ার হাট এলাকায় এবং পড়ে মাথাভাঙ্গা শিলিগুড়ি রাজ্য সড়কের ইছাগঞ্জ এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা।এই বিষয়ে সুমন্ত অধিকারী বলেন দলের গোষ্ঠী কোন্দলের জেরেই তার বাড়িতে এই আক্রমণ,পুলিশ প্রশাসন আশ্বাস দেওয়ায় তারা পথ অবরোধ তুলে নিলেন।তিনি বলেন মনিরুল হোসেনের অনুগামিরাই এই ঘটনা ঘটিয়েছে।যদিও এই বিষয়ে মজীরুল বাবু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন কে বা করেছে তিনি জানেন না,আর নয়ার হাটে তৃণমূলের কোনো গোষ্ঠী কোন্দল নেই যারা গোষ্ঠী কোন্দলের কথা বলছেন তারা দলে গোষ্ঠী কোন্দল করছেন।এরা সমাজ বিরোধী সুমন্ত অধিকারী কিছু সমাজ বিরোধী নিয়ে এলাকায় পরিবেশ নষ্ট করছে
Home বাংলা উত্তর বাংলা তৃণমূল কংগ্রেসের যুব কন ভেনার সুমন্ত অধিকারীর বাড়িতে আক্রমণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ