কোচবিহার:-তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের উত্তপ্ত দিনহাটার বামনহাট এলাকা । বামনহাট 2 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি আবু তাহের শেখ বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতা উদয়ন গুহ গোষ্ঠীর বিরুদ্ধে । বর্তমান গুরুতর আহত অবস্থায় আবু তাহের শেখ দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন । জানা যায় আবু তাহের শেখ স্থানীয় তৃনমূল নেতা তথা জেলা পরিষদের কর্মদক্ষ মির হুমায়ূন কবির অনুগামী বলে পরিচিত ।
অভিযোগ, আবু তাহের শেখ এদিন বাজারে এসেছিল সেখানে তাকে বেধরক মারধর করা হয় ।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ।