তপন,১৬ জুলাই : শহীদ দিবসের আগেই ব্লক সভাপতি সমীর রাহার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসর যোগদান করলেন বিজেপির গ্রাম পঞ্চায়েতের সদস্য। বিধানসভা ভোটের আগে বিজেপি শিবিরে ভাঙন ধরায় উল্লাসিত তৃণমূল কর্মীরা।
বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন। স্বাভাবিক ভাবে এবারের ২১ শে জুলাই শহীদ দিবস তৃণমূল কংগ্রেসর কাছে যথেষ্ট তাৎপর্য পূর্ন হয়ে উঠেছে। বুথ থেকে অঞ্চল সর্বত্র জোড় কদমে চলছে শহীদ দিবসের প্রস্তূতি পর্ব। তাঁর মাঝে এদিন তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি (গঙ্গারামপুর বিধানসভা ) সমীর রাহা নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন গুড়াইল গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য নয়ন রায়। বুধবার গঙ্গারামপুরে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নয়ন রায়ের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতা চিরঞ্জীব মিত্র,জেলা পরিষদের মেন্টর শংকর সরকার,তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন,তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি (গঙ্গারামপুর বিধানসভা ) সমীর রাহা,জেলা পরিষদের সদস্য আমজাদ মন্ডল । এছাড়াও দল বদল যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন,গুড়াইল অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অসীত সরকার,আজমাতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রামপ্রসাদ রায়,তৃণমূল নেতা গৌতম বর্মন প্রমুখ।