আলিপুরদুয়ারঃ তৃণমূলের প্রত্যেকে কোনো না কোনো দুর্নীতি সাথে যুক্ত । ইডি তার তদন্ত করছে। আলিপুরদুয়ার বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এদিন সুকান্ত মজুমদার জানান সন্দেলখালিতে ইডি অফিসার ও প্রেসের উপরে শাজাহান শেখ এর পোষা রোহিঙ্গা গুণ্ডারা আক্রমণ করেছে । শাজাহান শেখ তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রোহিঙ্গা বস্তি বসিয়েছে বলে সুকান্ত মজুমদার অভিযোগ করেন।
শুক্রবার সকালে সুকান্ত মজুমদার আলিপুরদুয়ার থেকে কোচবিহার উদ্দেশ্যে রওনা দেন।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর তৃণমূলের প্রত্যেকে কোনো না কোনো দুর্নীতি সাথে যুক্ত । ইডি তার তদন্ত...