তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে মানবিকতার নজির গড়লেন জেলা ও ব্লক তৃণমূল নেতৃত্বরা। তৃণমূলের জাতীয় পতাকা উত্তোলন করার পর এক অসহায় বৃদ্ধার ভাঙ্গা ঘর নতুন বানিয়ে দিলেন তৃণমূল নেতৃত্বরা।পাশাপাশি রশিদপুর গ্রামীণ হাসপাতালে রোগীদের মধ্যে করা হলো ফল বিতরণ।
উল্লেখ্য সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক এবং শহর এলাকায় তৃণমূল দলীয় কার্যালয় পতাকা উত্তোলন এবং জেলা ও ব্লক নেতৃত্বরা বিভিন্ন সামাজিক মুলক কাজকর্ম করে থাকেন। সেই জন্যই বুধবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের মাহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাথরঘাটা এলাকার এক অসহায় দরিদ্র আদিবাসী পরিবারের এক বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ালেন তৃণমূলের জেলা সভাপতি সহ অন্যান্য কর্মীরা। বহুদিন ধরে এই বৃদ্ধ দম্পতি ভাঙ্গা কুঁড়ে ঘরে বসবাস করতেন। তৃণমূল দলের কর্মীরা চেষ্টা করার পরেও বৃদ্ধ দাম্পতিদের কিছু ভুল ত্রুটি থাকার কারণে আবাস যোজনা ঘরের লিস্টে নাম আসেনি। প্রচণ্ড ঠাণ্ডায় ভাঙ্গা টিনের ঘরে প্রচণ্ড কষ্টের মধ্যে থাকতে হয় এই বৃদ্ধ দম্পতি দের। বড়া বুড়ি ছাড়া পরিবারে আর কেউ নেই।বৃদ্ধ দম্পতিদের কথা মাথায় রেখে বংশীহারী ব্লকের তৃণমূল দলের সমস্ত কর্মী একত্রিত হয়ে কিছু সংখক চাদা তুলে টিনের তৈরি ঘর করে দেওয়া হচ্ছে, এর পাশাপাশি করে দেওয়া হবে বাথরুমও। এদিন এখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, ব্লক সভাপতি পার্থ প্রতিম মজুমদার, বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ সহ আরো অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। নতুন ঘর পেয়ে খুশী হয়েছেন ওই বৃদ্ধ দাম্পত্য। এরকম আরো সমাজসেবা মূলক কাজে সঙ্গে সব সময় যুক্ত থাকেন সব সময় তৃণমূল দলের কর্মীরা। এদিনের এই কর্মসূচির পাশাপাশি রশিদপুর গ্রামীণ হাসপাতালে সমস্ত রোগীদের হাতে তুলে দেওয়া হয় ফলমূল সহ খাবারের সামগ্রী। ফলমূল সহ খাবারের সামগ্রী পেয়ে খুশি হয়েছেন হাসপাতালের রোগীরা।
এই বিষয়ে অসহায় বৃদ্ধ সুফল সরেন জানিয়েছেন, বহুদিন থেকে আমরা ভাঙ্গা বাড়িতে বসবাস করে আসছিলাম, বহু জায়গায় জানানোর পরেও কোন সমস্যার সমাধান হয়নি।বুধবার বংশীহারী ব্লকের তৃণমূল কর্মীরা একত্রিত হয়ে নিজেরাই চাঁদা তুলে আমার নতুন ঘর তৈরি করে দিচ্ছেন। আমরা এই ঠান্ডার মধ্যে নতুন ঘর পেয়ে আনন্দিত।
এই বিষয়ে এক এলাকাবাসী রবিন টুডু জানিয়েছেন, আমরা বহুদিন থেকে দেখে আসছি সুফল সরেন ও তার স্ত্রী দুজনেই বহুদিন থেকে ভাঙ্গা ঘরে দিন যাপন করে আসছে। বংশীহারী ব্লকের তৃণমূল কর্মীদের চেষ্টায় নিজেরাই চাঁদা তুলে সুফল সরেনের জন্য নতুন করে ঘর তৈরি করে দেয়া হচ্ছে। আমরা খুশি হয়েছি এর দুস্থ অসহায় বৃদ্ধের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল দল এতে আমরা গ্রামবাসী হিসেবে ভীষণ খুশি।
এ বিষয়ে বংশীহারী ব্লক প্রেসিডেন্ট পার্থ প্রতিম মজুমদার জানিয়েছেন, তৃণমূলে প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে বুধবার রশিদপুর গ্রামীণ হাসপাতালের রোগীদের হাতে ফল বিতরণ করা হলো। এছাড়াও আজকের দিনে আমরা এক দুস্থ অসহায় বৃদ্ধ নতুন বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন মাহাবাড়ি অঞ্চলের পাথরঘাটা এলাকার এক বৃদ্ধের ভাঙ্গা বাড়ি দেখে আমাদের নিজেরা চাঁদা কালেকশন করে অসহায় বৃদ্ধের নতুন বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে। কাগজপত্রের কিছুটা ত্রুটি থাকার কারণে আবাস যোজনা ঘর লিস্টে নাম আসেনি এই বৃদ্ধ দাম্পত্তি দেব। সে কারণে ঠান্ডা মধ্যে কষ্ট পাবার কারণে আমরা নিজেরাই তার বাড়ি তৈরি করি দিলাম, এছাড়াও আমি মাঝেমধ্যে এসে এই বৃদ্ধ দম্পতিদের খোঁজখবর নিবো।