তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি

0
193

ইসলামপুর

গতকালের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ঘটনার পর এখনও থমথমে রয়েছে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের ধুলিগাঁও এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকে এলাকায় পুলিশের টহলদারি চলছে। জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি। এই ঘটনায় ছোররা গুলিতে জখম হয়ে দুইজন উত্তরবঙ্গ মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে। গুলি চালানোর অভিযোগ উঠে প্রাক্তন তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল হকের লোকজনের বিরুদ্ধে। এই ঘটনার পর রাতে আব্দুল হকের রেশন দোকানের খাদ্য সামগ্রী, এবং তার অনুগামীদের ঘরবাড়ি, লুটপাট করার অভিযোগ উঠে বর্তমান অঞ্চল সভাপতি সাত্তার গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার সকাল থেকে এলাকা থমথমে রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের টহলদারি চলছে। এই ঘটনায় এখনও পযন্ত বেশকয়েজনকে আটক করেছে ইসলামপুর থানার পুলিশ বলে জানা গিয়েছে। এবং বাকি গুদামে থাকা রেশন সামগ্রী উদ্ধার করে পুলিশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে।

অন্যদিকে লুটপাটের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের ইসলামপুর ব্লক সহ সভাপতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here