শিলিগুড়ি:-
তৃণমূলের জন গর্জন সভা নয় চোরেদের বিসর্জন সভা বাগডোগরা বিমানবন্দরে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু।এদিন দুপুরে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।এরপর বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামীকাল কলকাতায় তৃণমূলের শোক সভা হচ্ছে।এইটা তৃণমূলের শেষ শোক সভা হচ্ছে।এবং এইটা তৃণমূলের জন গর্জন সভা নয় চোরেদের বিসর্জন সভা।কালকে সবাই জামা কাপড় শুকাতে দিতে পারেন গরু ছেড়ে রাখতে পারেন।কালকে কোন চোর বাড়িতে থাকবে না।পশ্চিমবঙ্গের কোন চোর বাড়িতে থাকবে না।এরপর সড়ক পথ দিয়ে সোজা চলে যান শিলিগুড়ির উদ্দেশ্যে