পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৫ জুলাই———– তিন মাস পরেও পুর্নাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হিলি এক্সপোটার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশন। শুক্রবার হিলিতে সংগঠনের ডাকা সাধারণ সভাতে দীর্ঘ মতানৈক্য দেখা যায় সদস্যদের মধ্যে, চলে বাকবিতণ্ডাও। যদিও পরবর্তীতে ১৭ জনের ফের একটি অস্থায়ী কমিটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে সংগঠনের তরফে।
ভারত- বাংলাদেশের অন্যতম স্থলবন্দর হিসাবে পরিচিত দক্ষিণ দিনাজপুরের সীমান্ত শহর হিলি। যেখানে আমদানি ও রপ্তানী কারকেরা নিজেদের সুবিধার্থে গড়ে তোলে হিলি এক্সপোটার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশন নামে একটি সংগঠন। যার সদস্য সংখ্যা প্রায় চারশো জন। মাস তিনেক আগে সেই সংগঠনের সম্পাদক ধীরাজ অধিকারীর বিরুদ্ধে বেশকিছু অভিযোগ তুলে অনাস্থা আনেন সংগঠনের একাংশ সদস্যরা। যার পর সাধারণ সভা ডেকে সিলেকশন পদ্ধতিতে নতুন কমিটি গঠন করতে ব্যর্থ হয় হিলি এক্সপোর্টার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশন। নির্বাচনের মাধ্যমেই কমিটি গঠন হবে এমন সিদ্ধান্ত নিয়ে প্রায় তিন মাস আগে ৮ সদস্যর একটি অস্থায়ী কমিটি গঠন করা হয় সংগঠনের তরফে। দীর্ঘ তিনমাস পরেও নির্বাচন করতে না পারায় এদিন একটি সাধারণ সভার ডাক দেওয়া সংগঠনের তরফে। আর যেখানেই ক্ষোভ উগড়ে দেন একাংশ সদস্য। তাদের অভিযোগ, বিগত তিনমাসে আমদানি রপ্তানী প্রায় তলানিতে গিয়ে পৌঁছেছে। অবিলম্বে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গড়ে এর সমাধানের দাবিও জানান তারা। আর যাকে ঘিরে তুমুল হইহট্টগোল শুরু হয় সভাতে। যদিও শেষ পর্যন্ত স্থায়ী কমিটি গঠন করতে ব্যর্থ হয়েছেন এক্সপোর্টাররা। দীর্ঘ আলোচনা ও বাকবিতন্ডার পরে ১৭ জনের একটি অস্থায়ী কমিটি গঠন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। শুধু তাই নয়, আগামী তিনমাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের আলোচনাও হয়েছে এদিনের বৈঠকে।
এদিনের সভাতে সভাপতির দায়ীত্বে থাকা অশোক জোয়ার্দার জানিয়েছেন, পুর্নাঙ্গ কমিটি গঠন হয়নি। ফের তিনমাসের জন্য একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর আগে আট জনের কমিটি থাকলেও তা বাড়িয়ে ১৭ জনের করা হয়েছে। আমদানি – রপ্তানীর গাড়ির সংখ্যা কমে যাওয়াতেই অস্থায়ী কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে এবারে।