তিন দফা দাবিকে সামনে রেখে কোচবিহার রাজবাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করল দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন ।

0
249

কোচবিহার :- তিন দফা দাবিকে সামনে রেখে কোচবিহার রাজবাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করল দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন । সোমবার দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এর প্রান্তিক বাজার দিনহাটা কোচবিহার দিনহাটা 1 নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে এ দিনের কর্মসূচি গ্রহণ করা হয় । এদিন কোচবিহার শহরের কল্যাণ ভবন এর সামনে থেকে একটি মিছিল করে কোচবিহার শহরের বিভিন্ন পথ ধরে রাজবাড়ী সামনে পৌঁছান । এরপর রাজবাড়ির গেটের সামনে তারা বিক্ষোভ দেখান পরবর্তীতে তাদের কয়েকজন সদস্য গিয়ে স্মারকলিপি প্রদান করেন । তাদের দাবিগুলোর মধ্যে কোচবিহার গোসানিমারি রাজপাট থেকে কর্মরত দুজন রাজবংশী যুবককে বাদ দেওয়া হয়েছে তাদের পূর্ণ নিয়োগ করতে হবে। রাজবাড়ীতে পুনরায় নতুন করে রাজবংশীদের নিয়োগ করতে হবে । একই সাথে রাজবাড়ী লুটপাট হবা সম্পদ গুলো পুনরুদ্ধার করে রাখতে হবে । এই দাবিগুলো নিয়ে তাদের আজকে এই কর্মসূচি গ্রহণ করা হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here