তিন টিউমার নিয়েও হার মানেনি গোখরো! সফল অস্ত্রোপচারে প্রাণ ফিরে পেল বিষধর সাপ

0
130

তিন টিউমার নিয়েও হার মানেনি গোখরো! সফল অস্ত্রোপচারে প্রাণ ফিরে পেল বিষধর সাপ

বালুরঘাট, ২০ মে —– আয়তনে সে ছোট, কিন্তু লড়াইয়ে একদম তুখোড়। তিন-তিনটি টিউমার শরীরে নিয়েও হার মানেনি এক বিষধর গোখরো। দক্ষিণ দিনাজপুরে পশু চিকিৎসকদের দক্ষতায় সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রাণ ফিরে পেল সাপটি।

ঘটনা মঙ্গলবারের। দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিম্যাল প্রোটেকশন সমিতির সদস্যরা অযোধ্যা এলাকা থেকে একটি গোখরো সাপ উদ্ধার করেন। তবে সাপটিকে ধরার পরই চমকে ওঠেন স্বেচ্ছাসেবকরা—লেজের কাছে স্পষ্টভাবে দেখা যায় তিনটি টিউমার! তৎক্ষণাৎ বনদপ্তরের অনুমতি নিয়ে সাপটিকে বালুরঘাট জেলা স্বাস্থ্য প্রাণী কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আজমের আলি মন্ডল পরীক্ষা করে জানান, টিউমারগুলি অস্ত্রোপচার ছাড়া সরানো সম্ভব নয়। শুরু হয় জটিল অপারেশন। দীর্ঘ সময় ধরে চলে অস্ত্রোপচার, শেষে সফলভাবে বাদ দেওয়া হয় তিনটি টিউমারই।

বর্তমানে সাপটি চিকিৎসাধীন থাকলেও অবস্থার স্থিতিশীল বলেই জানানো হয়েছে। দ্রুত সুস্থ হয়ে উঠবে বলেই আশাবাদী চিকিৎসক।

সমিতির সেক্রেটারি অতনু ঘোষ বলেন, “গোখরোটিকে বাঁচাতে পেরে আমরা গর্বিত। এটাও একটা প্রাণ। আমরা চেষ্টা করেছিলাম, আর সেটাই সফল হয়েছে।”

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিষধর সাপের গুরুত্ব অপরিসীম। সাপটি সুস্থ হয়ে উঠলে তাকে আবারও স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে সমিতি।

সত্যিই, এমন চিকিৎসা ও সহানুভূতির গল্প আজকের দিনে বড়ই বিরল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here