পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৪ জুন––– সিভিক পেট্রোলিংএর পরেও রাতের অন্ধকারে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা বালুরঘাটে । শহরের অভিযাত্রী পাড়া এলাকায় এক ভাড়াটিয়া মহিলার ঘরের তালা ভেঙ্গে সর্বস্ব চুরি করে পালিয়েছে চোরের দল । নগদ দশ হাজার টাকা সহ সোনা ও কাসার বাসনপত্র মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাড়ি মালিকের ।

বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় বালুরঘাট থানার পুলিশ । স্থানীয় বাসিন্দারা এমন চুরির হাত থেকে বাঁচতে পুলিশি প্রহরার দাবী তুলেছেন ।

বাড়ি মালিক বিকাশ কুমার দেব জানিয়েছেন, তাদের ভাড়াটিয়া দীপিকা ভৌমিকের ঘরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে । মা’র শারীরিক অসুস্থতার কারণে বাড়িতে থাকতেন না দীপিকা ভৌমিক । সেই সুযোগকে কাজে লাগিয়েই চুরি করা হয়েছে। নগদ টাকা সহ সোনার গহনা ও বাসনপত্র নিয়ে চম্পট দিয়েছে দুস্কৃতিরা। পুলিশি নজরদারি স্বত্তেও কিভাবে লাগাতার চুরির ঘটনা ঘটছে তাদের এলাকায় সে নিয়েও প্রশ্ন তুলেন তিনি।
স্থানীয় এক বাসিন্দা নন্দা সাহা জানিয়েছেন, সিভিক ভলেন্টিয়াররা সারা রাত বাঁশি বাজিয়ে প্রহরা দিয়ে থাকেন । কিন্তু তার মাঝেও এমন চুরির ঘটনা ঘটেছে । এলাকায় চুরি বন্ধ করতে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে ।