লোকসভা নির্বাচনে তপশিলি ভোট টানতে বিজেপি উদ্যোগী। সেই মতন বিজেপির তপশিলি মোর্চার রাজ্য সভাপতির ঝটিকা সফর উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে।বিজেপি রাজ্য তপশিলি মোর্চার রাজ্য সভাপতি ডক্টর সুদীপ দাস ইসলামপুর শহর মন্ডল কার্যালয়ে বিজেপি নেতৃত্ব ও কর্মীর সঙ্গে বৈঠক করেন।
তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন২০২৪ লোকসভায় নির্বাচনে তপশিলি অর্থাৎ এসসি ভোটাররা যাতে বিজেপি মুখী হয় তার জন্য একাধিক কর্মসূচিও নেওয়া হয়েছে ।সেই অঙ্গ হিসাবে আজ তিনি জেলায় জেলায় ঘুরছেন বলে জানান। তিনি আরো বলেন আগামী কিছুদিনের মধ্যেই রায়গঞ্জে লোকসভার উত্তর দিনাজপুরের এসি মোর্চার সমাবেশ হবে ।