শীতল চক্রবর্তী তপন 24 জুলাই দক্ষিণ দিনাজপুর:-ব্লক হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতাল গড়ে তোলার দাবি জানালেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষজনেরা। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লক স্বাস্থ্য কেন্দ্রকে ইতিমধ্যেই তপনের একটি স্বেচ্ছাসেবী সংস্থা সহ এলাকাবাসীদের তরফে সোশ্যাল মিডিয়ায় সেই দাবি তোলা হয়েছে। ওই সংস্থার সদস্যদের দাবি, তপন ব্লকটি জেলার মধ্যে সবথেকে বড় ব্লক। এখান থেকে ভালো স্বাস্থ্য পরিষেবা নিতে গেলে কখনো 15/20 কিলো মিটার দূরে গিয়ে পরিষেবা নিতে হয়। তাই সেখানে স্টেট জেনারেল হাসপাতাল গডে তোলার দাবি জানাই।ব্লক স্বাস্থ্য কেন্দ্র আধিকারিক জানিয়েছেন দাবিটি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবো।

মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস।দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে তপন ব্লকটি সব থেকে বড়।11টি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই ব্লকটি গড়ে উঠেছে।প্রায় তিন লক্ষের অধিক জনসংখ্যা বিশিষ্ট সুবৃহৎ এই তপন ব্লক। যা মূলত তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি অধ্যুষিত এবং রাজ্যের মধ্যে অন্যতম পিছিয়ে পড়া একটি ব্লক বলেই পরিচিত ব্লকের মানুষজনেদের। ব্লকে যেখানে রয়েছে একটি ব্লক হাসপাতাল।উন্নত চিকিৎসা পরিষেবা পেতে গেলে কখনো বালুরঘাটে আবার গঙ্গারামপুরে মত বহু দুর দুরান্তে তপন ব্লকের মানুষদের যেতে হয়।তাই অবিলম্বে তপন ব্লক হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতাল গড়ে তোলার দাবি তুলেছেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে।
স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সাদ্দাম হোসেন জানিয়েছেন, মানুষজনের জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। তাছাড়া জনসংখ্যা বিচার করলে এমন হাসপাতাল পেতেই পারে এই ব্লকের মানুজনেরা।তাই এমন দাবি জানানো হয়েছে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আধিকারিকের কাছে।ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আধিকারিক জানিয়েছেন তাদের দাবিগুলো যথাস্থানে পৌঁছে দেব।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, বিষয়টি শুনলাম দাবিপত্র পেলে অবশ্যই যথাস্থানে পৌঁছে দেওয়া হবে।বহুদিন পরে এমন সংস্থার তরফে এমন দাবি উঠায় তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।