তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের শিকারপুর গ্রামে একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি গ্রামটিকে নির্মল গ্রাম তৈরি করার জন্য জেলা প্রশাসনের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন,সাধুবাদ জানালেন সকলেই গঙ্গারামপুর ৩ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে গ্রামের বাসিন্দাদের জন্য শৌচাগার উদ্ধোধন করলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। গ্রামের মানুষের হাতে তুলে দেওয়া হল মুরগীর ছানা। বুধবার অনুষ্ঠানের আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের শিকারপুর গ্রামে। জেলা শাসক বিজন কৃষ্ণ ছাড়াও অতিরিক্ত জেলাশাসক ,গঙ্গারামপুর মহকুমা শাসক পি প্রমথ ,তপন ব্লকের বিডিও অভিজিৎ রায়,তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন, রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গনেশ হাসদা,উপপ্রধান ঊর্মিলা বর্মন ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন।
তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত গ্রাম শিকারপুর। গ্রামের মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণে শৌচাগার ছিল না। বিভিন্ন সংবাদ মাধ্যমে শিকারপুর গ্রামের খবর প্রকাশিত হবার পর জেলা শাসক শৌচাগার তৈরির উদ্যোগ নেন। বেশ কিছুদিন যাবত শৌচাগারের কাজ চলছিল। সেই কাজ শেষ হতে এদিন শৌচাগার উদ্ধোধন করা হয়।পাশাপাশি ধাপে ধাপে জেলা শাসকের নির্দেশে তপন ব্লক প্রশাসনের তরফ থেকে রাস্তাঘাট পাকা করার পাশাপাশি বিভিন্ন ধরনের গ্রামের উন্নয়ন করার পরিকল্পনা নেওয়া হয়।এদিন তিনটি শৌচাগার উদ্বোধন করার পাশাপাশি জেলাশাসক বেশ কিছু বাসিন্দাদের হাতে বিভিন্ন ধরনের প্রশাসনিক জিনিসপত্র তুলে দেন। জেলাশাসক বিজন কৃষ্ণা জানিয়েছেন,গ্রামটিকে মডেল গ্রাম তৈরি করার দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য প্রশাসনিক সব ধরনের কাজ করা হচ্ছে। বাসিন্দাদের সহযোগিতা ও সহযোগিতা করা হলো। প্রশাসনের তরফে এমন অনুষ্ঠানে বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের শিকারপুর গ্রামে একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি গ্রামটিকে...