তপন ব্লকের গোফানগর গ্রাম পঞ্চায়েতের হাঁসইপুর মাঠে অনুষ্ঠিত হল ‘জয় জোহার’ মেলা

0
39

তপন ব্লকের গোফানগর গ্রাম পঞ্চায়েতের হাঁসইপুর মাঠে অনুষ্ঠিত হল ‘জয় জোহার’ মেলা, উপস্থিত থাকলে জেলাশাসক থেকে শুরু করে সভাধিপতি সহ বিশিষ্টজনেরা

শীতল চক্রবর্তী বালুরঘাট ১৫ নভেম্বর দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের গোফানগর গ্রাম পঞ্চায়েতের হাঁসইপুর মাঠে অনুষ্ঠিত হল ‘জয় জোহার’ মেলা। শনিবার বেলা ১টা নাগাদ বীরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা এবং জেলা শাসক বালা সুভ্রমনিয়াম টি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালুরঘাট মহকুমা শাসক সুব্রত বর্মন, অগ্রসর প্রকল্প আধিকারিক সুজয় সাধুখাঁ, তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন, তপন ব্লকের বিডিও রাজীব তরফদার, সমাজসেবী সুব্রত ধর, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লিপিকা রায়, সদস্য আমজাদ মন্ডল, আদিবাসী নেতা কমল টিগ্গা ও কৃষ্ণ কুজুর সহ আরো অনেকেই।
মঞ্চ থেকে এদিন আদিবাসী খুদে পড়ুয়াদের হাতে ফুটবল, ছাত্রছাত্রীদের সবুজ সাথী সাইকেল, অসহায় মানুষের হাতে কম্বল, কৃষকদের হাতে চারা গাছ এবং জাতিগত শংসাপত্রসহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয়। উৎসব জুড়ে ছিল উচ্ছ্বাস, সাংস্কৃতিক আবহ ও আদিবাসী সমাজের ঐতিহ্যকে সম্মান জানানোর অনুভূতি।আদিবাসী নাচ গানে এদিনের অনুষ্ঠান জমজমাট হয়ে ওঠে। তিন দিন ধরে চলবে এই মেলা। জেলাশাসক জানিয়েছেন,”এমন অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারের বিভিন্ন উল্লেখযোগ্য বিষয়গুলি তুলে ধরা হয়েছে।বেশ কিছু পরিষেবা মানুষকে দেওয়া হয়েছে।” তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ বর্মন ও আদিবাসী নেতা কমল টিক্কা বলেন,”সরকারের এমন কর্মসূচিতে আমরা মানুষজনকে পরিষেবা দিয়ে যাব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here